Kash Patel Dating Or Married (Photo Credits: X, FBI)

ভগবত গীতায় (Bhagavad Gita) হাত রেখে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-এর (Federal Bureau of Investigation) ডিরেক্টর পদে শপথ নিয়েছেন কাশ প্যাটেল (Kash Patel)। ট্রাম্প মন্ত্রিসভার অন্যতম প্রভাবশালী আধিকারিকদের মধ্যে নাম লেখালেন কাশ। এই প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত 'ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন'-র মাথায় বসলেন।

আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের ইন্ডিয়ান ট্রিটি রুমে কাশ এফবিআই-এর নবম ডিরেক্টর হিসাবে শপথ নেন। আমেরিকায় গীতা ছুঁয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান শপথ গ্রহণ করেন। আমেরিকার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি তাঁকে শপথবাখ্য পাঠ করান। তবে কাশ ছাড়াও ওই পদের জন্যে আরও দুই রিপাবলিকান সেনেটর মনোনয়ন জমা দিয়েছিলেন। মার্কিন সিনেটে ৫১-৪৯ ভোটে সুসান কলিন্স এবং লিসা মুরকোস্কিকে পিছনে ফেলে এফবিআই ডিরেক্টর হন ট্রাম্প ঘনিষ্ঠ কাশ প্যাটেল। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে কাশের পাশে এদিন সর্বক্ষণ দেখা গিয়েছে এক সুন্দরী তরুণীকে। গোটা অনুষ্ঠানে যিনি কেবল মুগ্ধ চোখে কাশের দিকেই তাকিয়ে ছিলেন। কে ওই নারী?

জানা যাচ্ছে, বছর ২৬-এর ওই তরুণীর নাম অ্যালেক্সিস উইলকিন্স (Alexis Wilkins)। কাশ প্যাটেলের সঙ্গে 'ডেট' করছেন তিনি। পেশায় একজন সঙ্গীত শিল্পী। এফবিআই ডিরেক্টর পদে প্রেমিকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইলকিন্সও। কাশের জীবনের এমন গুরুত্বপূর্ণ এক দিনে প্রেমিকা উইলকিন্সের চোখে মুখে গর্বের উচ্ছ্বাস। মুখে সর্বক্ষণ লেগে ছিল চওড়া হাসি। গোটা অনুষ্ঠান জুড়ে তিনিই দাঁড়িয়ে ছিলেন কাশের পাশটিতেই।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতা রাখেন এফবিআই-এর নয়া ডিরেক্টর। তিনি বলেন, 'আমার পরিবার এবং বন্ধুদের জন্যেই আজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তাঁদের ছাড়া এটি কখনও সম্ভব ছিল না'। কাশকে বলতে শোনা যায়, 'আমার সুন্দরী প্রেমিকা অ্যালেক্সিস এখানে রয়েছে'।