Police Arrest Music Composer Pritam Chakraborty Office Boy For Stealing (Photo Credits: X)

মুম্বই, ২২ ফেব্রুয়ারিঃ বলিউডের খ্যাতনামা সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর (Pritam Chakraborty) স্টুডিয়ো থেকে টাকা চুরির অভিযোগে মালাদ পুলিশ গ্রেফতার করেছে এক ব্যক্তিকে। প্রীতমকের স্টুডিয়োয় কর্মরত আশিস সায়াল ব্যাগ ভর্তি টাকা নিয়ে চম্পট দিয়েছিলেন। জম্মু ও কাশ্মীর থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে মালাদ পুলিশ। গ্রেফতারির পর আশিসকে নিয়ে আসা হয়েছে মুম্বইয়ে। চুরির ঘটনাটি ঘটেছে গত ৪ ফেব্রুয়ারি। পরের দিন ৫ ফেব্রুয়ারি মালাদ থানায় প্রীতমের ম্যানেজার বিনীত ছেড়া অফিস বয় আশিস সায়ালের বিরুদ্ধে স্টুডিয়ো থেকে ৪০ লক্ষ টাকার চুরির অভিযোগ দায়ের করেন। এদিন গ্রেফতারির পর অভিযুক্তের কাছ থেকে মোট অর্থের ৯৫ শতাংশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর স্টুডিয়োয় বড়সড় চুরি, ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট অফিস কর্মী

জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার প্রীতমের অফিস বয়ঃ

পুলিশ সূত্রে খবর, নিজের কর্মসংস্থান থেকে টাকা চুরি করে মুম্বই শহরতলির বিভিন্ন জায়গায় গাঢাকা দিয়ে ছিলেন আশিস। এরপর সুযোগ বুঝে মুম্বই থেকে জম্মু কাশ্মীরে পালিয়ে যান তিনি। বিভিন্ন দোকান বাজার, রাস্তাঘাট মিলিয়ে প্রায় ২০০টি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ ভারসোভায় খুঁজে বের করেন অভিযুক্তকে। সেখানে তদন্ত চালিয়ে উঠে আসে আশিসের জম্মু কাশ্মীর পালিয়ে যাওয়ার তথ্য। ভিন রাজ্যে গিয়ে ঘামটি মেরে বসে ছিলেন প্রীতম চক্রবর্তীর ওই অফিস বয়। অভিযুক্তের সন্ধানে জম্মু কাশ্মীরে রওনা দেয় পুলিশ বাহিনী। অবশেষ শুক্রবার জম্মু কাশ্মীরের সাম্বা জেলার সাম্বা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আশিসকে গ্রেফতার করে মালাদ পুলিশ। চুরির ঘটনার প্রায় ১৬ দিন পর গ্রেফতার হয় অভিযুক্ত।

চুরির টাকায় আইফোনঃ

 

আরও জানা গিয়েছে, সায়ালের জন্মস্থান জম্মু ও কাশ্মীরের দিগিয়ানায়। তাঁর বাড়িতে তদন্ত চালায় পুলিশ। তল্লাশি অভিযান চালিয়ে দেখা গিয়েছে, চুরির টাকায় একটি আইফোন কিনেছিলেন আশিস। পাশাপাশি উদ্ধার হয়েছে, ৩৬.৯১ লক্ষ টাকা, একটি ল্যাপটপ এবং ওই আইফোন। শনিবার ভোরে ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে আনা হয়েছে মুম্বইয়ে।