![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/2-194549340.jpg?width=380&height=214)
মুম্বই, ৯ ফেব্রুয়ারিঃ বলিউডের খ্যাতনামা সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর (Pritam Chakraborty) স্টুডিয়োতে চুরি। খোয়া গেল বিপুল অঙ্কের টাকা। শিল্পীর মুম্বইয়ের স্টুডিয়ো থেকে চুরি যাওয়া টাকার পরিমাণ ৪০ লক্ষ। চোর অপরিচিত কোন ব্যক্তি নয়, বরং প্রীতমের স্টুডিয়োতে কর্মরত এক অফিস অ্যাসিস্ট্যান্ট। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই মালাড খানায় অভিযোগ দায়ের করেছেন প্রীতমের ম্যানেজার বিনীত ছেড়া।
সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর (Pritam Chakraborty) স্টুডিয়োতে চুরির ঘটনা প্রথম প্রকাশ্যে এনেছেন তাঁর ম্যানেজারই। তিনি জানান, একটি প্রযোজনা সংস্থা কাজের জন্যে অগ্রিম বরাত হিসাবে ওই ৪০ লক্ষ টাকা দিয়েছিল। ব্যাগ ভর্তি টাকা স্টুডিয়োতেই রাখা ছিল। টাকার ব্যাগ প্রীতমের বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে তা নিয়ে চম্পট দেয় স্টুডিয়োর ওই কর্মচারি আশিস সায়াল। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় একাধিক বার। কিন্তু তাঁর ফোন ঘটনার পর থেকেই বন্ধ। প্রীতমের টিম আশিসের বাড়িতেও যান। কিন্তু সেখানেও কারুর খোঁজ না পেয়ে শেষমেশ মালাড থানায় অভিযুক্ত কর্মচারির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন প্রীতমের ম্যানেজার বিনীত।
জানা যাচ্ছে, চুরির ঘটনাটি ঘটেছে গত ৪ ফেব্রুয়ারি। ওই দিন প্রযোজনা সংস্থার তরফে এক কর্মচারি প্রীতম চক্রবর্তীর মিউজিক স্টুডিয়ো 'ইউনিমিউজ রেকর্ডস প্রাইভেট লিমিটেড'-এ আসেন। কাজের জন্যে সমস্ত কথাবার্তা পাকা করে অগ্রিম বাবদ ৪০ লক্ষ টাকা দিয়ে যান। সেই সময়ে স্টুডিয়োতে উপস্থিত ছিলেন কয়েকজন কর্মী। তাঁদের মধ্যে ছিলেন বছর ৩২-এর আশিসও। ব্যাগ ভর্তি টাকা অফিসে রেখে সঙ্গীত শিল্পী প্রীতম নিজের বাড়িতে যান কিছু কাগজপত্রে স্বাক্ষর করার জন্যে। এরপর আশিস ওই টাকার ব্যাগ প্রীতমের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যে রওনা দেন। এদিকে অফিসে এসে শিল্পী জানতে পারেন ওই কর্মী তাঁর বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার জন্যে বেরিয়ে ছিলেন। কিন্তু টাকা না তাঁর বাড়িয়ে পৌঁছেছে, না কর্মচারি আর অফিসে ফেরত এসেছেন। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।