Fan Tries to Kiss Poonam Pandey (Photo Credits: Instagram)

মুম্বই, ২২ ফেব্রুয়ারিঃ রাস্তাঘাটে তারকাদের দেখতে পেলেই ভিড় করেন ভক্তরা। পছন্দের তারকার সঙ্গে একটা ছবি কিংবা সেলফি তোলার কাতার আর্জি জানান ভক্তরা। তবে বড় বড় তারকাদের কড়া নিরাপত্তার জেরে তা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ছোটখাটো তারকার সঙ্গে ছবি কিংবা সেলফি তোলা অসাধ্যকর কিছু নয়। কারণ নিরাপত্তার মড়কে তাঁরা চলাফেরা করেন না। আর তার জেরেই এক বিশ্রি কাণ্ডের মুখে পড়েন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)। সেলফি তোলার অছিলায় পুনমকে চুমু খাওয়ার চেষ্টা করলেন এক যুবক।

রাস্তায় দুষ্টু ছবির প্রিয় নায়িকাকে দেখেই স্মার্টফোনের সামনের ক্যামেরা খুলে ছবি তোলার জন্যে এগিয়ে আসেন ওই যুবক। ভক্তের সঙ্গে ছবি তোলার জন্যে দাঁড়ান পুনম। কিন্তু এরপরেই ঘটল সেই কাণ্ড। ফোনের ক্যামেরা হাতে ধরেই নায়িকার গালে চুমু দিতে মুখ এগিয়ে দেন ওই ভক্ত। সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যুবককে ধাক্কা মেরে সরিয়ে দেন পুনম। নায়িকার সাহায্যে এগিয়ে আসেন পাপারাৎজিরা। মুম্বইয়ের ছবি শিকারিদের ক্যামেরায় ধরা পড়েছে এই ঘটনা।

ছবি তোলার অছিলায় পুনম পাণ্ডেকে চুমু খাওয়ার চেষ্টাঃ

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

পুনমের সঙ্গে রাস্তার মাঝে অশালীন আচরণের জন্যে ওই যুবককে ঘিরে ধরেন পাপারাৎজি। ভক্তের এমন আচরণে বেজায় চটেন পুনমও। রাগী রাগী চোখে নায়িকা বলেন, 'এসব কি?'