কাল, রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। দুবাইয়ে হতে চলা এই মহারণকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। ভারত-পাক মহারণের আঁচ এসে পড়ল কলকাতায়। শনিবার বিধাননগরে বিশেষ কালীপুজো ও মহাযজ্ঞের আয়োজন করে মহম্মদ রিজওয়ানদের বিরুদ্ধে রোহিত শর্মাদের জয়ের প্রার্থনা করা হল। কালীঠাকুরের পিছনে রোহিতশর্মা, শুবমন গিল, বিরাট কোহলিদের ছবি জুলিয়ে মন্ত্র পরে হল যজ্ঞ, পুজো, প্রার্থনা।
পাশপাশি কলকাতার বেশ কিছু অলিগলিতে ভারতের পতাকা, রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ সামিদের ছবি, পোস্টার লাগাতে দেখা গেল। বোঝাই গেল, রবিবারের মহারণকে ঘিরে তেঁতে আছে শহর কলকাতা।
ওয়াঘা সীমান্তের দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকায়, এখন আর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না দুই দেশ। একমাত্র আইসিসি টুর্নামেন্টেই ভারত-পাকিস্তানের মহারণ দেখা যায়। আর তাই বাইশ গজে ভারত-পাক ম্যাচ নিয়ে আলাদা উন্মাদনা দেখা যায়।
রোহিত শর্মাদের জয়ের প্রার্থনায় বিধাননগরে মহাযজ্ঞ
Kolkata, West Bengal: In the Bidhannagar area, locals organized a Devi Kali Puja and Yagya to seek blessings for the Indian cricket team's victory ahead of the India vs Pakistan match in the #ChampionsTrophy2025 on Sunday pic.twitter.com/zOMNqKOSmV
— IANS (@ians_india) February 22, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)