চলতি বছরে মেদিনীপুর মেডিকেল কলেজে (Midnapore Medical College) স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। বিষাক্ত স্যালাইনের কারণে মৃত্যু হয়েছিল একাধিক প্রসূতি ও সদ্যোজাতর। এই নিয়ে রাজ্য সরকার কিছুটা চাপে পড়লেও বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানায়, এই ঘটনায় রাজ্য সরকার কোনও গলদ ছিল না। ওষুধ বা স্যালাইন যাচাই করেই হাসপাতালে পাঠানো হয়েছিল। যদিও এই নিয়ে সহজে বিরোধীরা ইস্যু থেকে সরছেন না। বিশেষ করে বিজেপি বিধায়করা এই নিয়ে সুর চড়াচ্ছেন। তবে এই নিয়ে এবার সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

স্যালাইন ইস্যু নিয়ে কুণাল ঘোষের মন্তব্য

তিনি এদিন বলেন, মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন নিয়ে যে সমস্যা হয়েছিল, সেই নিয়ে এত কথার প্রয়োজন নেই। এটাই প্রমাণিত হয়েছে যে ওই ঘটনায় রাজ্য সরকারের কোনও গাফিলতি ছিল না। স্যালাইন একাধিকবার টেস্ট করা হয়েছে, সেখানে কোনও সমস্যা ছিল না। আর কেন্দ্রই তো মেডিসিন সংস্থাগুলিকে সাপ্লাই দেওয়ার দায়িত্ব দেয়। ফলে তাঁদেরও নজরদারি রাখার দরকার। ফলে রাজ্য সরকারও যেমন কোনও পদক্ষেপ নেবে, তেমনই কেন্দ্ররও এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।

দেখুন কুণাল ঘোষের বক্তব্য

মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যু

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে শোড়গোল পড়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল বিষাক্ত স্যালাইনের কারণে মৃত্যু হচ্ছে প্রসূতি ও নবজাতকদের। এমনকী অসুস্থও হয়ে পড়েছিলেন অনেকে।