Aadar Jain Marries Alekha Advani (Photo Credits: Instagram)

মুম্বই, ফেব্রুয়ারিঃ রাজ কপূরের দৌহিত্র এবং রণবীর, করিশমা, করিনা কাপুরদের পিসতুতো ভাই অভিনেতা আদর জৈনের (Aadar Jain) বিয়েতে চাঁদের হাত। শুক্রবার, ২১ ফেব্রুয়ারি আলেখা আডবানির (Alekha Advani) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আদর। কাপুর পরিবারে বিয়ের অনুষ্ঠান বলে কথা। মুম্বইয়ে জমকালো আয়োজন হয়েছিল আদর এবং আলেখা বিয়ে উপলক্ষ্যে।

২০২৪ সালে নভেম্বর মাসে রোকা সেরেছিলেন দুটিতে। আদর এবং আলেখার বিয়েতে কাপুর পরিবারের উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। জমকালো বিয়ের অনুষ্ঠানে কারনা কাপুর খান, সইফ আলি খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, করিশমা কাপুর, নীতু কাপুর, গৌরী খান, সুহানা খান, অনন্যা পাণ্ডে, অগস্ত্য নন্দা, অনিল কাপুরদের দেখা গিয়েছে। লাল গোলাপ দিয়ে সাজানো 'পাপারাৎজি কর্নার'এ পোজ দিয়ে ছবি তুলেছেন সকল তারকা অতিথি।

বিয়ের পর পাপারাৎজির সামনে নবদম্পতি আদর-আলেখাঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

ছুরির হামার পর প্রথমবার বিয়ের অনুষ্ঠানে সইফ-করিনাঃ

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

রণবীর-আলিয়ার থেকে চোখ ফেরানো মুশকিলঃ

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

গ্ল্যামরস লুকে অনন্যাঃ

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

স্পট লাইট কাড়লেন সুহানাওঃ

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)