ভরসন্ধ্যায় মিনাখাঁয় (Minakhan) ভয়াবহ বাস দুর্ঘটনা। এদিন সন্দেশখালির সরবেরিয়া থেকে বাসন্তী হাইওয়ে (Kolkata-Basanti Highway) ধরে একটি যাত্রীবাহী বাস আসছিল। সেই সময় মিনাখাঁ থানা এলাকার জয়গ্রামের দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, একটি বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি দোকানে ঢুকে পড়ে। আর তাতেই ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। তারমধ্যে ৪ জনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ইতিমধ্যেই কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি প্রচণ্ড গতিতে আসছিল। সামনে থাকা একটি বাইক প্রথমে নিয়ন্ত্রণ হারায়। তাঁকে বাঁচাতে গিয়েই বাসটি ওই দোকানে ঢুকে পড়ে। পুলিশসূত্রে খবর, দুর্ঘটনায় বাসচালক, ওই বাইকের চালক এবং এক যাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও কারোর নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে বাসটি বিয়েবাড়ি থেকে আসছিল।

দেখুন ভিডিয়ো

ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্থ বাসটি

এদিকে এই ঘটনার জেরে বাসন্তী হাইওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনাগ্রস্থ বাসটি উদ্ধার করতে ঘটনাস্থলে আনা হয়ছিল ক্রেন। তার সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে উদ্ধার করা হয়েছে বাসটি। গোটা ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ