মাছের ভেরি থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয়ের মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ (Minakhan) এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান, মহিলাকে খুন করে ভেরি দেহ ফেলে পালিয়েছে অভিযুক্ত। তবে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে শরীরে রয়েছে একাধিক ক্ষতচিহ্ন। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলেও পাওয়া গিয়েছে রক্তের দাগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।
ভেরি থেকে উদ্ধার মহিলার মৃতদেহ
জানা যাচ্ছে, ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের মেছোভেরির কাহারপাড়া এলাকায় শনিবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেহটি দেখতে পায়। শশ্মান সংলগ্ন এলাকা হওয়ার কারণে বেশ শুনশানই থাকে এলাকা। তবে এদিন মৃতদেহ ভাসতে দেখে ঘাবড়ে যান অনেকে। তাঁরাই তড়িঘড়ি খবর দেয় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহটি উদ্ধার করে দেখা গিয়েছে শরীরের একাধিক অংশে ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে পরিচয় লোপাটের জন্য মুখ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এছাড়া শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্নও রয়েছে।
রহস্যের জট খুলতে তদন্তে নেমেছে পুলিশ
যদিও মহিলাটি এলাকার বাসিন্দা নয় বলেই জানিয়েছেন স্থানীয়রা। ফলে কে এই মহিলা, কেনই বা তাঁকে খুন করা হল, এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। সেই সঙ্গে মহিলাকে এখানেই খুন করা হয়েছে, নাকি অন্যত্র খুন করে এখানে দেহ লোপাট করা হচ্ছে, এবং তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা, সেই বিষয়েও এথনও কিছু জানা যায়নি।