FBI Director Kash Patel Takes Oath on Bhagavad Gita (Photo Credits: ANI)

ভগবত গীতায় (Bhagavad Gita) হাত রেখে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই-এর (Federal Bureau of Investigation) ডিরেক্টর পদে শপথ নিলেন কাশ প্যাটেল (Kash Patel)। যদিও তিন মাস আগেই 'ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন'-র ডিরেক্টর পদে কাশের নাম বেছে নেওয়া হয়েছিল। কিন্তু ওই পদের জন্যে আরও দুই রিপাবলিকান সেনেটর মনোনয়ন জমা দেন। তবে শেষ পর্যন্ত ৫১-৪৯ ভোটের ব্যবধানে জিতে এফবিআই-এর (FBI) মাথায় বসলেন কাশ প্রমোদ প্যাটেল।

শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প-ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ। এফবিআই-এর নতুন ডিরেক্টরের প্রশংসায় এদিন মার্কিন প্রেসিডেন্ট বললেন, ওই পদের জন্যে কাশ সেরা বাছাই। এজেন্টরা তাঁকে খুবই ভালোবাসে। কাশের সঙ্গে রয়েছে ভারতের বিশেষ যোগ।

ভগবত গীতায় হাত রেখে এফবিআই-এর ডিরেক্টর পদে শপথ কাশেরঃ

 

গুজরাটের আনন্দ জেলার ভদ্রন গ্রামের আদি বাসিন্দা ছিল কাশের পরিবার। কিন্তু প্রায় ৭০-৮০ বছর আগে পরিবারের সদস্যরা উগান্ডায় পাড়ি দিয়েছিলেন। কাশের বাবা উগান্ডার ও মা তানজানিয়ার বাসিন্দা। তবে কাশের জন্ম মার্কিন মুলুকেই।