FC Goa vs Kerala Blasters (Photo Credit: Kerala Blasters/ X)

FC Goa vs Kerala Blasters, ISL 2024-25: ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ মরসুমের (Indian Super League 2024-25) লিগ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স। আজ, ২২ ফেব্রুয়ারি, শনিবার এই ম্যাচ আয়োজিত হয়েছে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে। ওড়িশা ও মুম্বইকে হারানোর পর এফসি গোয়ার লক্ষ্য আইএসএলে জয়ের ধারা অব্যাহত রাখা। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হলেও আত্মবিশ্বাসী হবে তাঁরা। টানা দুটি জয় পেলেও এক ম্যাচ হাতে রেখে টেবিল টপার মোহনবাগান সুপার জায়ান্টের থেকে দশ পয়েন্ট পিছিয়ে এফসি গোয়া। গোয়া যদি জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে, তাহলে ২১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট হবে ৪২, মোহনবাগানের পয়েন্ট ৪৯। অন্যদিকে, আগের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ৩-০ গোলে হেরেছিল কেরালা ব্লাস্টার্স। এই মরসুমে ২০ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে কেরল। বর্তমান পরিস্থিতিতে প্রথম ছয়ের দৌড়ে টিকে থাকতে হলে কোনও ম্যাচ হারলে চলবে না। ISL 2024-25 Live Streaming: পাঞ্জাব এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে

এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স

এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

২২ ফেব্রুয়ারি গোয়ার ফতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium, Goa) আয়োজিত হবে এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্সের ম্যাচ।

কখন থেকে শুরু হবে এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?

এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

সরাসরি টিভিতে এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ

এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।