SwaRail SuperApp: ট্রেনের জন্য আর আর আলাদা আলাদা অ্যাপের দরকার নেই। দীর্ঘদিনের দাবি মেনে ভারতীয় রেল আনতে চলেছে সুপার অ্যাপ। টিকিট বুকিং, খাবার অর্ডার সহ যাবতীয় পরিষেবা একসঙ্গে পেতে সুপার অ্যাপ আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। ট্রেন সফরের জন্য আর আলাদা আলাদা অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই। 'স্বরেল'নামের ভারতীয় রেলওয়ের এক সুপার অ্যাপে একসঙ্গে মিলবে নানা সুবিধা। এই অ্যাপের মাধ্যমেই একদিকে যেমন ট্রেনের টিকিট বুক করা যাবে, প্ল্যাটফর্ম টিকিট কাটা যাবে, তেমনই আবার রেল সফরের জন্য খাবার অর্ডার করা যাবে।
সুপার অ্যাপ কী
ভারতীয় রেলের সুপার অ্যাপকে সহজ ভাবে বোঝাতে গেলে বলতে হয়, শপিং মলের কথা। শপিং মলে যেমন অনেকগুলো জিনিসের দোকান আলাদা আলাদা ভাবে থেকে একই ছাদের তলায় ক্রেতাদের সব পরিষেবা দেয়, তেমনই রেলের সুপার অ্যাপে একজন রেলযাত্রী তার যাবতীয় জিনিস পেয়ে যাবেন।
ভারতীয় রেল আনছে সুপার অ্যাপ
Indian Railways launches ‘SwaRail’ SuperApp for Beta Testing – final public launch after trials: A One-Stop Solution for Seamless Railway Services
🔘SwaRail’ SuperApp Integrates Multiple Railway Services, Reduces App Clutter and Space Usage
🔘‘SwaRail’ SuperApp Provides… https://t.co/4vpf9jYTLE pic.twitter.com/gCppNL3DA7
— PIB India (@PIB_India) February 1, 2025
কী কী থাকবে এই সুপার অ্যাপে
পাশাপাশি এই সুপার অ্যাপে পিএনআর নিয়ে নানা প্রশ্ন, ট্রেনের লোকেশন-সময়সূচি, পণ্য পরিষেবা নিয়ে যাবতীয় বুকিং, অনুসন্ধান করা যাবে। থাকবে বিশেষ কাস্টমার কেয়ারও।
কবে থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে
এখন পরীক্ষামূলক বা বেটা ভার্সানে মিলছে এই অ্যাপ। পরীক্ষামূলক বা বেটা ভার্সানে কোনও ত্রুটি না বের হল, কয়েক মাসের মধ্যেই সাধারণ মানুষের জন্য চলে আসবে এই সুপার অ্যাপ।