Ocean (Photo Credit: File Photo)

Seabed Mineral Exploration: জল, জঙ্গলে, মহাকাশে যেখানেই সম্পদ দেখবে, ঝাঁপিয়ে পড়বে। এই মন্ত্রে ভর করে চিন এবার হাজির প্রশান্ত মহাসাগরের রত্নভাণ্ডার খুঁজতে। বিশ্ব দখলের স্বপ্ন নিয়ে অভিযান শুরু করেছে চিন। ড্রাগনের দেশের দখলদারির নজরে লাতিন আমেরিকার জঙ্গল থেকে আফ্রিকার গ্রাম, বাংলাদেশের নদী। এরকমই চিনের এক বড় স্বপ্ন হল প্রশান্ত মহাসাগরের তলদেশে বহু মূল্যবান খনিজ পদার্থের দখল নেওয়া। প্রশান্ত মহাসাগরের তলায় লুকিয়ে থাকা বহু মূল্যবান খনিজ পদার্থের সন্ধান করতে সেখানকার এক দ্বীপপুঞ্জ রাষ্ট্রের সঙ্গে মোটা অর্থের চুক্তি করল চিন। কুক আইল্যান্ডস নামের প্রশান্ত মহাসাগরের কোলের এক দেশের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে খনিজ পদার্থের সন্ধান ও গবেষণা করবে চিন।

প্রশান্ত মহাসাগরের তীরের দেশ কুক আইল্যান্ডসে হাজির চিন

কুক আইল্যান্ডসে বসে প্রশান্ত মহাসাগরের গভীরে গিয়ে খনিজ পদার্থ নিয়ে নিজেদের সম্পদ বাড়াবে চিন। আর তার পরিবর্তে কুক আইল্যান্ডসে রাস্তা, বন্দর গড়া থেকে শুরু আর্থিক সাহায্য দেবে চিন। কুকু আইল্যান্ডস প্রশাসনের পক্ষ থেকে দানানো হয়েছে, প্রশান্ত মহসাগরের ভিতরে থাকা সামুদ্রিক খনিজ পদার্থের সন্ধান ও গবেষণা করতে চিনের সঙ্গে তাদের পাঁচ বছরের চুক্তি হয়েছে।

চিনের স্বপ্ন- মহাসাগরের দখল 

 

কী রয়েছে প্রশান্ত মহাসাগরে

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের তলদেশে কোবাল্ট, তামা, সোনা, রুপো, নিকেলের পাশাপাশি বিরল এমন কিছু খনিজ দ্রব্য আছে যা তুলে আনতে পারলে মানবসভ্যতা বদলে যেতে পারে বলে দাবি বিজ্ঞানীদের।