Marriage, Representational Image (Photo Credit: Pixabay)

গোরক্ষপুরঃ দিনের বেলায় প্রেমিকারর সঙ্গে চুপিচুপি আইনি বিয়ে সেরে রাতে পরিবারের পছন্দ করা মেয়ের সঙ্গে ধুমধাম করে বিবাহ সারলেন যুবক। মনে হচ্ছে এ যেন কোন সিমেনার চিত্রনাট্য পড়ছেন। কিন্তু না, এ একেবারেই বাস্তব ঘটনা। একদিনে দুবার দুটি ভিন্ন নারীকে বিয়ে করে শোরগোল কাণ্ড ফেলে দিয়েছেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে।

প্রেমিকের কাছে প্রতারিত হয়ে পুলিশের দারস্ত হয়েছেন তরুণী। গোরক্ষপুরের (Gorakhpur) হরপুর বুধহাট এলাকার বাসিন্দা ওই তরুণীর অভিযোগ, গত ৪-৫ বছর ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে সম্পর্ক তাঁর। দুজনেই একই গ্রামের বাসিন্দা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্কও তৈরি হয়েছে তাঁদের মধ্যে। তরুণী এও জানান, সম্পর্কে থাকাকালীন দুবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি। পরে গর্ভপাত করান। তাঁদের প্রেমে আপত্তি ছিল যুবকের পরিবারের। তাঁর অন্যত্র বিয়ের ঠিক করে। কিন্তু প্রেমিক তাঁকে আশ্বাস দেন, বিয়ে শুরুমাত্র তাঁকেই করবেন, অন্য কাউকে নয়।

তরুণী বিয়ের জন্যে বারবার জোর দিয়ে থাকলে আইনি বিয়ের জন্যে রাজি হন যুবক। সেই মত দিন ঠিক করে সকাল সকাল দুজনে ম্যারেজ অফিসে এসে সই-সাবুদ করে বিবাহ করেন। এরপর দুজনে যে যার বাড়ি চলে যান। আইনি বিয়ের পর তরুণীও বেশ নিশ্চিন্ত হন। অভিযোগ, ওই রাতেই বরযাত্রী নিয়ে ব্যান্ড বাজিয়ে ধুমধাম করে পরিবারের দেখে দেওয়া পাত্রীকে বিয়ে করতে যান যুবক। বিয়ের পরেই তরুণীর সঙ্গে সমস্তরকম যোগাযোগ বন্ধ করে দেন যুবক। প্রেমিকের দ্বিতীয় বিয়ের কথা জানতে পারা মাত্রই তাঁর বাড়িতে গিয়ে চড়াও হন তরুণী। সেখানে উলটে যুবকের পরিবার মেয়েটির চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। শেষমেশ কী করবেন বুঝতে না পেরে থানার দারস্ত হন তরুণী।