Sex/Representational Image (Photo Credit: Pexels)

দিল্লি, ২৫ মার্চ: উদ্দাম যৌনতার (Sex) মাঝে হঠাৎ বাধা। সেক্সের মাঝে বান্ধবীর শ্বাসরোধ করে খুন করল প্রেমিক। যৌনতার হঠাৎই প্রেমিকাকে খুন করে বছর ৪৪-এর এক ব্যক্তি। ভরা আদালতে সাক্ষ্য দিতে গিয়ে এমনই দাবি করা হয় অভিযুক্তের তরফে। রিপোর্টে প্রকাশ, ৪৪ বছরের অ্যাকউইন থমাস তার বান্ধবী ভিক্টোরিয়া থমাসকে হত্যা করে। কার্ডরিফের বাড়িতে ভিক্টোরিয়া এবং অ্যাকউইন যৌনতায় মগ্ন হয় সম্প্রতি। অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় ভিক্টোরিয়াকে গলা টিপে হত্যা করে অ্যাকউইন। তবে হঠাৎ করেই ওই ঘটনা ঘটে। ভিক্টোরিয়ার উপর কোনও রাগ তার ছিল না, ফলে  অ্যাকউইন কোনওভাবেই তার প্রেমিকাকে হত্যা করতে চায়নি বলে অভিযুক্ত দাবি করে। তবে যৌনতার সময় হঠাৎই সে ভিক্টোরিয়ার গলা চেপে ধরে এবং তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে বলে আদালতে জানানো হয়।

যদিও অ্যাকউইনের কথা মানতে চাওয়া হয়নি আদালতের তরফে। খুনের বিষয়টি লঘু করতেই অ্যাকউইন যৌনতাকে হত্যার মাঝে নিয়ে আসছে বলে আদালত মন্তব্য করে।

জানা যায়, সেক্সের আগে কোকেনের নেশা করে অ্যাকউইন। মাদকের নেশায় উত্তাল হয়ে প্রথমে অ্যাকউইন ভিক্টোরিয়ার সঙ্গে মিলিত হয়। এরপর প্রেমিকার শ্বাসরোধের পর হত্যা করে। তবে জোর করে ভিক্টোরিয়ার সঙ্গে অ্যাকউইন মিলিত হয়নি। দুজনের সম্মতিতেই তারা সেক্স শুরু করে। তারপরই হঠাৎ দুর্ঘটনা বলে ওই ব্যক্তি আদালতে দাবি করে।

আদালতে অ্যাকউইন আরও দাবি করে, ভিক্টোরিয়ার কথা মতই সে প্রেমিকাকে বিছানায় বেধে রেখে যৌনতায় লিপ্ত হয়। ভিক্টোরিয়াই তাকে জোরাজুরি করে, অন্যভাবে মিলনে সংযুক্ত হতে। প্রেমিকার কথা শুনে অ্যাকউইন মিলন শুরু করলে, হঠাৎ বুঝতে পারে, ভিক্টোরিয়ার শরীর ক্রমশ নীল হয়ে যাচ্ছে এবং তাঁর মৃত্যু হয়েছে। এরপর কিছু বুঝে ওঠার আগেই ভিক্টোরিয়ার মৃত্যু হয় বলে জানায় অ্যাকউইন।

তবে নেশার ঘোরে অ্যাকউইন কিছু বুঝতে পারেনি বলেও আদালতে দাবি করে।