Israel-Gaza War (Photo Credit: X)

দিল্লি, ২৫ মার্চ: যুদ্ধ বিরতি (Ceasefire) চুক্তি হলেও, ইজরায়েলের (Israel) হামলা বন্ধ হচ্ছে না। গত কয়েকদিন ধরে এক নাগাড়ে গাজায় (Gaza) হামলা শুরু করেছে আইডিএফ। গত কয়েকদিনে ইজরায়েল যেভাবে হামলা চালাচ্ছে গাজায়, তার জেরে পরপর ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গাজায় যখন এক নাগাড়ে নীরিহ প্যালেস্তিনীয়দের মৃত্যু হচ্ছে, সেই সময় ফের যুদ্ধের উত্তাপ যেন নতুন করে চড়ছে মধ্যপ্রাচ্যে। গত কয়েকদিন ধরে গাজায় হামলার জেরে ইজরায়েলি বাহিনী ৬৫ জনকে হত্যা করেছে বলে সে দেশের দাবি। যে ৬৫ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে মহিলা, শিশু সব রয়েছেন। ফলে গাজায় নতুন করে ইজরায়েল গণহত্যা শুরু করেছে বলে দাবি প্যালেস্তাইনের।

গত ১৭ মাস ধরে হামাসের খোঁজে গাজায় এক নাগাড়ে হামলা চালাচ্ছে ইজরায়েল। যার জেরে এখনও পর্যন্ত ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে সরকারিভাবে এই সংখ্যাটা ঠিক কত, তার ধারনা পাওয়া এই মুহূর্তে বেশ মুশকিল বলেই মনে করছে বিভিন্ন মহল।

যুদ্ধ বিরতির মাঝে ইজরায়েল যাতে কোনওভাবেই আর গাজায় হামলা না চালায়, তার জন্য চেষ্টা চালাচ্ছে ইজিপ্ট। নতুন করে যুদ্ধ বিরতি চুক্তির মাধ্যমে হামাসের সঙ্গে ইজরায়েলের শান্তি প্রক্রিয়া যাতে অব্যাহত থাকে, তার অদম্য চেষ্টা শুরু করেছে মধ্য প্রাচ্যের এই দেশটি।