
দিল্লি, ৩ জুন: ফের মৃত্যু প্যালেস্তিনীয়দের (Palestinians Killed)। এবার গাজ়ার (Gaza) কাছে রাফায় (Rafah) মৃত্যু হল পরপর ২৭ জন প্যালেস্তিনীয়র। রিপোর্টে প্রকাশ, গাজ়ার নিকটবর্তী রাফায় যখন খাবার বিতরণ চলছিল, সেই সময় হঠাৎ করে সেখানে হামলা চলে। ইজরায়েলের (Israel) ছোঁড়া গুলি থেকে ভয়াবহ কাণ্ড ঘটে যায়। রাফার শরণার্থী শিবির থেকে খাবার নেওয়ার সময় ইজরায়েলের ছোঁড়া গুলিতে পরপর ২৭ জনের মৃত্যু হয়।
রিপোর্টে প্রকাশ, গাজ়ায় হামাসের (Hamas) সঙ্গে সংঘর্ষের জেরে পরপর ৩ ইজরায়েলি সেনার (Israel-Gaza War) মৃত্যুর খবর আসে। পরপর ৩ ইজরায়েলি সেনার মৃত্যুর খবর আসার পরই রাফায় হঠাৎ করে গুলি চালাতে শুরু করে আইডিএফ। ওই গুলিতেই রাফায় ২৭ জন প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয় বলে জানা যায়।
এদিকে উত্তর এবং দক্ষিণ গাজ়ায় নতুন করে হামাসের সঙ্গে ইজরায়েলি বাহিনীর (IDF) সংঘর্ষ শুরু হয়েছে কি না, তা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে। হামাস নিধন যজ্ঞের মাঝে কেন বার বার নীরিহ প্যালেস্তিনীয় নাগরিকের প্রাণ যাচ্ছে, তা নিয়ে বিশ্ব জুড়ে ইজরায়েলের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রেড ক্রসের তরফে জানা যাচ্ছে, রাফায় ১৮৪ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে রেড ক্রসের কিছু সদস্যও রয়েছেন বলে জানা যায়।
এদিকে গাজ়ার হামাস প্রধান মহম্মদ সিনওয়ারকে খতম করা হয়েছে বলে সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়াহু জানান। মহম্মদ সিনওয়ারের দাদা ইয়াহা সিনওয়ারকে খতম করার কয়েক মাসের মধ্যে মহম্মদ সিনওয়ারকে আইডিএফ খতম করেছে বলে জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।