Photo Credits: ANI

BJP Central Disciplinary Committee has issued show cause notices to five party leaders from Karnataka: দলের অন্দরের খবর প্রকাশ্যে বলার অভিযোগে দলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিল বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটি। কর্ণাটকে একেই দলের অবস্থা ভাল নয়, তারই মধ্যে আবার নতুন ঝামেলা বিজেপির। আগামী বিধানসভা নির্বাচনে কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার লড়াই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে কর্ণাটক বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব বাবরা সামনে চলে আসছে। এমন একটা ঘটনা দলের তিন বিধায়ক সহ মোট পাঁচজনকে শো কজ কর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে।

কর্ণাটকে বিজেপিতে চরম গোষ্ঠী কোন্দল

শো  কজ নোটিশ পাওয়া কর্ণাটক বিজেপির নেতাদের একজন হলেন দলের প্রভাবশালী বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী এপি রেনুকাচার্য। বিজয়পুরার বিধায়ক বাসনগৌড়া পাটিল ইয়াতনাল কর্ণাটক বিজেপিতে সামনের সারিতে আসছেন। সেই ইয়াতনালের বিরুদ্ধে তোপ দেগে প্রকাশ্যে রেনুকাচার্য সম্প্রতি বলেছিলেন, ইয়াতনাল কোনওদিন মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারবে না। বীরাশৈব-লিঙ্গায়েত সমাজের মধ্যে বিভেদের রাজনীতি করে ইয়াতনাল মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তারই দলের নেতা রেনুকাচার্য।

দক্ষিণের এই রাজ্যে অন্তত চারটি শিবিরে ভাগ বিজেপি

এছাড়াও দলের ভিতরের কথা বাইরে বলার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে ইয়েদুরাপ্পা বিরোধী কাট্টা সুব্রামান্য নাইডু, বিপি হরিশ, শিবরাম হেব্বার ও এসটি সোশেখর। কর্ণাটকের বিজেপি নেতারা বলছেন, এই পাঁচ বিদ্রোহী নেতাকে শুধু শো কজ করে ছেড়ে দিলে, তা আগামী দিনে দলের কর্মীদের কাছে খারাপ বার্তা দেবে। কিন্তু দক্ষিণের এই রাজ্যে বিজেপির যা হাল তাতে এখনই এদের বহিষ্কারের সাহস হয়তো দেখাবে না গেরুয়া শিবির।