S M Krishna, Mamata Banerjee (Photo Credits: X)

বেঙ্গালুরু, ১০ ডিসেম্বরঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী (S M Krishna)। মঙ্গলবার, ১০ ডিসেম্বর বেঙ্গালুরুতে (Bengaluru) নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯২। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদেও ছিলেন এস এম কৃষ্ণ। পূর্বসূরির প্রয়াণে শোক প্রকাশ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Karnataka CM Siddaramaiah)।

তাঁর আমলেই ভারতের মানচিত্রে বেঙ্গালুরু 'সিলিকন ভ্যালি'র তকমা পায়। মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার পর ২০০৪ সালে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হন। এরপর ২০০৯ সাল থেকে তিনি ভারতের বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলান। কৃষ্ণের উজ্জ্বল রাজনৈতিক কেরিয়ার জড়িয়ে ছিল কংগ্রেসের সঙ্গেই। তবে শেষলগ্নে ২০১৭ সালে জাতীয় কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ৫০ বছরের সম্পর্ক ছিন্ন করে এস এম কৃষ্ণ যোগ দেন বিজেপিতে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দল নির্বিশেষে সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা। শোক প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

শোকাহত মমতার টুইট... 

এক্স হ্যান্ডেলে লিখলেন, 'কর্ণাটকের প্রবীণ জননেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের মৃত্যুতে শোকাহত। রাষ্ট্র ও জাতীয় রাজনীতিতে তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি পরিচিত ছিলেন। তাঁর সংস্কার এবং অর্জন তাকে ব্যাপক প্রশংসা এনে দিয়েছে। কৃষ্ণের পরিবার, তাঁর কাছের বন্ধু এবং অনুরাগীদের প্রতি আমার সমেবেদনা রইল।