Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ কমপক্ষে ৫০ টি কুকুরের আক্রমণে মৃত্যু বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে কলোরাডো শহরে। মেয়ের পোষ্যদের আক্রমণেই মৃত্যু হয় ৭৬ বছরের বৃদ্ধার। ঘটনাটি গত ফেব্রুয়ারি মাসের। অবশেষে এই ঘটনায় ওই বৃদ্ধার কন্যা জেসিকা হফ (৪৭) কে গ্রেফতার করল পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তার পূর্ণ বর্ণনা চাওয়া হয়েছে জেসিকা নামে ওই মহিলার কাছ থেকে। তাঁর বাড়ি থেকে মোট ৫৪ টি কুকুর ও বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। কুকুর ও পাখিগুলির মধ্যে বেশিরভাগই অসুস্থ। যত্নের অভাবে ধুঁকছে কেউ-কেউ। জীবগুলিকে পর্যাপ্ত খাবার ও চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা চালানো হচ্ছে।

পোষ্যদের আক্রমনে মৃত্যু ৭৬ বছরের বৃদ্ধার

জানা গিয়েছে, কলোরাডোর বাড়িতে মেয়ের সঙ্গেই থাকতেন ওই বৃদ্ধা। আচমকা ফেব্রুয়ারি মাসে কুকুরদের আক্রমণে মৃত্যু হয় তাঁর।  প্রথমে গোটা ঘটনাটি চেপে যেতে চেয়েছিলেন জেসিকা নামে ওই মহিলা। পরে সবটা সামনে আসতেই মামলা রুজু করে পুলিশ। এই মামলাতেই গ্রেফতার করা হয়েছে মৃত মহিলার মেয়েকে। তদন্ত চলছে। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কন্যার পোষ্যদের আক্রমণে মৃত্যু বৃদ্ধার, গ্রেফতার সন্তান