ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পর সোশ্যাল মিডিয়ায় অন্যান্য প্ল্যাটফর্মে জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশি ইউটিউবার জান্নাত তোহা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিনই ছবি, রিল পোস্ট করেন তিনি৷ সাধারণত ষ ভ্রমণ এবং নতুন নতুন পোশাক পরে নাচের মতো বিভিন্ন বিষয়ের উপর ছবি, রিল পোস্ট করেন জান্নাত। জান্নাত তোহার ইউটিউব ভ্লগ দৃষ্টি আকর্ষণ করে ফলোয়ারদের, তার ইউটিউব ভ্লগ দেখা বেশি পছন্দ করে অল্পবয়সীরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অগুনতি মানুষ ফলো করে জান্নাত তোহাকে।
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোনালী রঙের ড্রেস পরে কয়েকটি রিল শেয়ার করেছেন জান্নাত তোহা। রিলে দেখতে পাওয়া যাচ্ছে সোনালী রঙের ড্রেস পরেছেন তিনি। হালকা মেকআপ ও খোলা চুলে কোমর দুলিয়ে নাচের রিল করেছেন জান্নাত। এই রিলে খুব সুন্দর দেখতে লাগছে তাকে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় একটি এমএমএস ভিডিও ভাইরাল হওয়ার পর পরিচিতি পেয়েছিলেন জান্নাত তোহা। এই এমএমএস ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হলেও জান্নাত তোহার ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠার কারণ এই এমএমএস।