Neha Kakkar Cries at Melbourne Concert After Reaching 3 Hours Late (Photo Credits: X)

সদ্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে (Melbourne) লাইভ কনসার্ট করতে যান বলিউড গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। তবে অনুষ্ঠানস্থলে তিন ঘণ্টা শ্রোতাদের অপেক্ষা করালেন তিনি। গায়িকার উপর চটে লাল ভক্তরা। অপেক্ষার কাঁটা যত এগোচ্ছে ভক্তদের ধৈর্য্যের পারদ ততই চড়ছে। মেলবোর্নের অনুষ্ঠানে নির্দিষ্ট সময় থেকে তিন ঘণ্টা দেরিতে পৌঁছে দর্শকদের রোষের মুখে পড়লেন গায়িকা। নেহা মঞ্চে উঠতেই হইচই শুরু করেন শ্রোতারা। এরপরেই অপেক্ষারত দর্শক ও শ্রোতাদের কাছে ক্ষমা চাইলেন নেহা। সেই সঙ্গে অঝোরে কেঁদেও ফেললেন। যদিও গায়িকার সেই 'কুমিরের কান্নায়' মন ভোলেনি ক্ষিপ্ত দর্শকদের। দেরিতে এসে মঞ্চে উঠে কেঁদে ফেলায় নেহাকে নিয়ে ট্রোলের ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সমস্ত দৃশ্য।

দর্শকদের রোষের মুখে নেহা কক্করঃ

ভিড়ের মধ্যে থেকে চিৎকার করে এক দর্শক বলে ওঠেন, 'এটা ভারত নয়, এটা অস্ট্রেলিয়া। হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নিন'। আর একজনকে বলতে শোনা যায়, 'অভিনয়টা খুব ভালো হচ্ছে। কিন্তু নাটক কম করুণ। এটা ইন্ডিয়ান আইডল নয়'।

দর্শক আসন থেকে ধেয়ে আসে কটাক্ষঃ

এদিন নেহা মঞ্চে উঠে অঝোরে কাঁদতে কাঁদতে বললেন, 'আপনারা সত্যিই ভালো। আপনারা আমার জন্যে অনেক ধৈর্য্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে। আমি জীবনে কখনও কাউকে এত অপেক্ষা করাইনি। আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে তার জন্যে আমিও সত্যি খুবই দুঃখিত'। একদল দর্শকের রোষের মুখে পড়লেও অন্যরা সমর্থন জানিয়েছেন বলি গায়িককে। ভরা মঞ্চে গায়িকাকে এইভাবে কেঁদে ক্ষমা চাইতে দেখে মন গলেছে বহু দর্শকেরই।