
GT vs PBKS:, IPL 2025: কলকাতা নাইট রাইডার্সে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন পঞ্জাব কিংসে শুরু করলেন গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ার। মঙ্গলবার আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪৩ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে চমকে দিলেন প্রীতি জিন্টার দলের সাড়ে ২৬ কোটি টাকার অধিনায়ক। শ্রেয়সের ২৩০ স্ট্রাইক রেটের ইনিংসের সৌজন্যে শুবমন গিলদের বিরুদ্ধে প্রীত জিন্টার দল করল ২৪৩ রান। আইপিএলের ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটা এদিন খেলল পঞ্জাব কিংস। নিশ্চিতভাবেই এদিন সেঞ্চুরি করে ফেলতেন শ্রেয়স।
দলের স্বার্থে সেঞ্চুরি ছাড়তে রাজি হলেন শ্রেয়স
কারণ তখনও একটা ওভার হাতে ছিল, আর শ্রেয়স তখন সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে ছিলেন। স্ট্রাইকে থাকা শশাঙ্ক সিংকে অন্য প্রান্ত থেকে সাফ বলে দিলেন, আমায় স্ট্রাইক দেওয়ার কথা ভুলে দলের রানটা আড়াইশোর যত কাছে নিয়ে যাওয়া সম্ভব সেটাই কতর। সিরাজের করা ইনিংসের শেষ ওভারে সেটাই করলেন শশাঙ্ক। চার, দুই, চার, চার, চার, চার, মানে শেষ ওভারে পাঁচটা বাউন্ডারি হাঁকিয়ে মোট ২২ রান নিয়ে দলের রানকে ২৪৩-এ নিয়ে গেলেন শশাঙ্ক। ৯৭ রানে থাকা শ্রেয়স শেষ ওভারে খেলার সুযোগই না পাওয়ায় নিশ্চিত সেঞ্চুরিটা পেলেন না।
দুরন্ত ইনিংস পঞ্জাব অধিনায়কের
Captain Shreyas Iyer leads PBKS' charge with imperious 97* (42)
🎥WATCH his splendid knock against #GT ⬇️
— IndianPremierLeague (@IPL) March 25, 2025
আইপিএলে তিনটি আলাদা দলের নেতৃত্ব দিলেন শ্রেয়স
আইপিএলের ইতিহাসে পঞ্চম অধিনায়ক হিসেবে তিনটি আলাদা ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়ার নজির গড়ার দিনে মোদী স্টেডিয়ামে শ্রেয়স এদিন ৯টি ওভার বাউন্ডারি, পাঁচটি বাউন্ডারি হাঁকালেন। শেষের দিকে ১৬ বলে ৪৪ রানের অপরাজিত ক্যামিও ইনিংস খেললেন শশাঙ্ক সিং। সিরাজ ৪ ওভারে ৫৪ আর রশিদ খান ৪ ওভারে ৪৮ রান দিলেন।