বাংলার পাশাপাশি অনান্য রাজ্যেও প্রভাব বিস্তার করার ইচ্ছা দীর্ঘদিন ধরেই রয়েছে তৃণমূল কংগ্রেসের। তবে বিগত কয়েকবছরে গোয়া, ত্রিপুরা একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনে লড়লেও সেভাবে খুব একটা সফল হতে পারেনি রাজ্যের শাসক দল। তাই এবার ঘাসফুলের নজর কেরলে। সেখানে সংগঠন বিস্তার করতে আগামীদিনে ঝাঁপাতে চলেছে তৃণমূল নেতৃত্ব। এমনকী শনিবার সাংসদ মহুয়া মৈত্র ও ডেরেক ও'ব্রায়েন কেরল গিয়েছিলেন বলে জানা গিয়েছে। যদিও এই নিয়ে কটাক্ষ শুরু করেছে বিজেপি। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "তৃণমূল আগে অনেকবার গোয়া, ত্রিপুরার মতো রাজ্যে অ্যাকাউন্ট খোলার পরিকল্পা করে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় তাঁরা। কেরলে ওনারা কিছুই করতে পারবেন না। ওখানকার জনগনই হয়তো তৃণমূল কংগ্রেসের নাম শোনেননি"।

দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্য

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)