Ben Duckett. (Photo Credits; X)

লাহোরে সুনামি ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট (Ben Duckett)-এর। শনিবার লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) গ্রুপ বি-র ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ল ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেটের ১৪৩ বলে ১৬৫ রানের অবিশ্বাস্য ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড ৮ উইকেটে করল ৩৫১ রান। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক ইনিংসে দলগত সর্বোচ্চ রানের ইনিংস এদিন স্টিভ স্মিথদের বিরুদ্ধে গড়লেন জোস বাটলরার-রা। অন্যদিকে, বেন ডাকেট (১৬৫) চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড

লাহোরে এদিন ইংল্যান্ড ভাঙল নিউ জিল্যান্ড (৩৪৭/৪, ইউএসএ-র বিরুদ্ধে ২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফিতে)-এর রেকর্ড। আর ব্রিটিশ ওপেনার বেন ডাকেট ভাঙলেন কিউই ব্যাটার ন্যাথান অ্যাসলে (১৪৫ রান, ইউএসএ-র বিরুদ্ধে, ২০০৪ সালে))-এর রেকর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে রেকর্ড রান বেন ডাকেটের

ডাকেটের রেকর্ড

ডাকেট এদিন চোট আঘাতে জর্জরিত অজি তারকাদের অনুপস্থিতিতে থাকে অজি অনভিজ্ঞ বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। ১৭টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ডাকেট স্মরণীয় ইনিংস খেলেন। ফিল সল্ট (১০), তিনে নামা উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ (১৫), হ্যারি ব্রুক (৩)-রা ব্যর্থ হন। তবে ডাকেটের সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়েন জো রুট (৭৮ বলে ৬৮ রান)। শেষের দিকে জোফ্রা আর্চার ১০ বলে ২১ রানের কার্যকরী ইনিংস খেলেন। অধিনায়ক বাটলার করেন ২৩ রান। অজি পেসার স্পেনার্স জনসন ৭ ওভারে দেন ৫৪ রান। বাঁ হাতি অজি পেসার বেন ডারশুইস ৩টি, অ্যাডাম জাম্পা ও মার্নাস লাবুশানে ২টি করে এবং ম্যাক্সওয়েল ১টি উইকেট নেন।

জিতলেই সেমিফাইনালের রাস্তা পরিষ্কার

লাহোরের পিচে রান তাড়া করতে নেমে ৩৫২ রান করে জেতাটা মোটেও সহজ হবে না। অজি দলে যদিও ব্যাট হাতে ট্রাভিস হেড, ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথের মত একাধিক ম্যাচ উইনার আছে। এই গ্রুপের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তান-কে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচের জয়ী দলের কাছে সেমিফাইনালের অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে।