ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বহু যাত্রী। শনিবার দুপুর পৌনে তিনটে নাগাদ ওড়িশার বালাসোরে সাবিরা ও সোরো স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। নিউ জলপাইগুড়ি-চেন্নাইগামী সুপারফাস্ট এক্সপ্রেসের (New Jalpaiguri-Chennai Superfast Express) নীচ থেকে আচমকাই খুলে গেল একাধিক যন্ত্রাংশ। লোকো পাইলটের তৎপরতায় তড়িঘড়ি থামানো হল চলন্ত ট্রেন। তা না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে দাবি রেল কর্তৃপক্ষের। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ইঞ্জিনের ব্যাটারি সহ একাধিক যন্ত্রাংশ আচমকা খুলে রেললাইনে পড়ে যায়। যারফলে ঘটে যেতে পারত বড়সড় বিপত্তি।

চালকের তৎপরতায় বেলাইন হওয়ার থেকে বাঁচল এক্সপ্রেস ট্রেন

জানা যাচ্ছে, এদিন দুপুরে খুব দ্রুত গতিতেই যাচ্ছিল। সেই সময় আচমকাই ঘটনাটি ঘটে। দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে গাড়ির চালক দক্ষ থাকার কারণে তিনি বুঝতে পারেন কোনও একটি সমস্যা হয়েছে, তাই সে বিপদ বুঝেই ব্রেক কষেছেন ট্রেনের। যদি সেই সময় ট্রেন না থামানো হত তাহলে লাইনচ্যুত হয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হতেন যাত্রীরা।

দেখুন ভিডিয়ো

চলছে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের মেরামতির কাজ

ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে যান রেলকর্মীরা। মেরামতির কারণে ঘন্টাদুয়েক ধরে বন্ধ ছিল আপ লাইনে ট্রেন পরিষেবা। বহু যাত্রী হয়রানীর সম্মুখীন হয়। যদিও বর্তমানে ট্রেনের মেরামতি হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।