
কলকাতা, ১৭ এপ্রিল: আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ (West Bengal Weather) জারি করা হয়েছে। ফলে রাজ্যে আজকের আবহাওয়া (Todays Weather) মোটের উপর স্বাভাবিক থাকবে। জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় বাংলার আকাশে বজ্রগর্ভ মেঘের (Thunderstorms) সঞ্চার হবে। বজ্রগর্ভ মেঘের দাপটেই আগামী ২৪ ঘণ্টায় বাংলার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের আকাশের মুখ কালো হতে শুরু করেছে বৃহস্পতিবার সকাল থেকেই। ফলে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।
জানা যাচ্ছে, উত্তরপূর্ব ভারত জুড়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। উত্তরপূর্ব ভারত জুড়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়াতেই যখন তখন নামতে পারে বৃষ্টি। ফলে কলকাতা-সহ আশপাশের জেলাগুলি ভিজবে বলে মনে করা হচ্ছে। বজ্রগর্ভ মেঘের সঞ্চারে হালকা থেকে মাঝারি মাপের যে বৃষ্টির পূর্বাভাষ জারি করা হয়েছে, তার সঙ্গে হাওয়াও চলবে। যদিও হাওয়ার গতিবেগ ঘণ্টায় কত থাকবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
দেখুন এক ঝলকে আজকের আবহাওয়ার আপডেট...
Next 24 hours Weather Alert:
Northeast India likely to experience significant thunderstorms during next 24 hours with strong winds. Parts of Odisha, West Bengal, Kerala will also experience isolated thunderstorms. Andhra, Telangana, Karnataka and Tamilnadu only very mild… pic.twitter.com/sKNiibb7qV
— All India Weather (@pkusrain) April 17, 2025
পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপূর্ব ভারতের এই বজ্রগর্ভ মেঘে ওড়িশার আকাশেও ছায়া ফেলবে বলে জানা যাচ্ছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ ঘেঁষা ওড়িশার (Odisha) যে অঞ্চলগুলি রয়েছে, সেখানেও রয়েছ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে যে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বৃষ্টির পূর্বাভাষ জারি করা হয়েছে, তেমনি দক্ষিণের আকাশেও উজ্জ্বল রোদের দেখা মিলবে না বলেই খবর।
যে বজ্রগর্ভ মেঘে উত্তরপূর্বের আকাশে সঞ্চারিত হচ্ছে, তার প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, তামিলনাড়ুর আকাশও থাকবে মেঘাচ্ছেন্ন। ফলে দক্ষিণী রাজ্যগুলির বেশ কিছু জায়গায় আগামী ১২ ঘণ্টায় হালকা বৃষ্টিপাত হতে পারে মনে করা হচ্ছ।