Rain In West Bengal (Photo Credit: Pixabay)

কলকাতা, ১৫ এপ্রিল: বাংলায় (West Bengal) বৃষ্টি (Rain)  চলবে। সোমবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি দিতে ১৮ এপ্রিল পর্যন্ত একটানা বৃষ্টি চলবে বাংলায়। এমনই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়াতেই বাংলায় চলবে এই বৃষ্টি। বঙ্গপোসাগরে যে মেঘের সঞ্চার হচ্ছে, তা ক্রমশ বাংলার (West Bengal Weather) দিকে সরছে। যার জেরে ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রাজ্যের একাধিক এলাকায় বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস (IMD)। বিশেষ করে দঙ্গিণবঙ্গে (South Bengal)। পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং নদীয়ায় বৃষ্টি হবে জোর কদমে। ফলে আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চারে ক্রমাগত বৃষ্টি চলবে বলে খবর।

আরও পড়ুন: West Bengal Weather: রাজ্যের আকাশ কালো, বজ্রগর্ভ মেঘ সঞ্চারে আগামী কয়েক ঘণ্টায় ঝেপে বৃষ্টি আসছে

বাংলার পাশাপাশি হিমাচল প্রদেশেও (Himachal Pradesh) বৃষ্টির পূর্বাভাষ জারি করা হয়েছে। হিমাচল প্রদেশের কুলু, মানালি, কাংরা, মান্ডি, সিমলায় বৃষ্টি হবে। এক নাগাড়ে ওই সমস্ত এলাকায় বৃষ্টির পূর্বাভাষ জারি করেছে হাওয়া অফিস।

যদিও পশ্চিমবঙ্গ এবং হিমাচলে বৃষ্টি হলেও দিল্লিতে চলবে তাপপ্রবাহ। হাওয়া অফিসের তরফে জাননো হয়েছে, আগামী ১৬ এপ্রিল পর্যন্ত দিল্লিতে তাপপ্রবাহ চলবে। মঙ্গলবার সকাল থেকেই দিল্লির আকাশ ঝকঝকে পরিষ্কার। ফলে মঙ্গলে দিল্লির তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানিয়েছে আইএমডি। কোনও কোনও জায়গায় এই তাপমাত্রা ৪২ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সবকিছু মিলিয়ে দিল্লিতে তাপমাত্রা ক্রমশ বাড়বে বৈ কমার কোনও ইঙ্গিত নেই এই মুহূর্তে।

দিল্লির (Delhi) পাশাপাশি গুজরাট (Gujarat) এবং রাজস্থানেও (Rajasthan) তাপমাত্রা বাড়বে। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত গুজরাট এবং রাজস্থানের তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ বাড়বে বলে জানানো হয়েছে।