Zomato.jpg (Photo Credit: Facebook)

দিল্লি, ১৬ জুলাই: দেশের বড় শহরগুলিতে এবার ঘরে বসেই মদ পেয়ে যাবেন। সুইগি (Swiggy), বিগ বাস্কেট (BigBasket), জ্যোমাটোর ( Zomato) মত অনলাইন ডেলিভারি সংস্থাগুলি শিগগিরই ডেলিভারি শুরু করবে। এমন রিপোর্ট প্রকাশ্যে আসতে শুরু করেছে। ওয়াইন থেকে বিয়ার, প্রায় সমস্ত ধরনের পানীয়-ই এবার সুইগি, জ্যোমাটো, বিগ বাস্কেটের মাধ্যমে আপনার দরজায় পৌঁছে যাবে।

এতদিন পর্যন্ত ওড়িশা (Odisha) এবং পশ্চিমবঙ্গে (West Bengal) অনলাইন ডেলিভারি সংস্থাগুলি পানীয় পৌঁছে দিত। এবার দিল্লি (Delhi), কর্ণাটক (Karnataka), হরিয়ানা (Haryana), পাঞ্জাব (Punjab), তামিলনাড়ু (Tamil Nadu), গোয়া (Goa), কেরলের (Kerala) মত রাজ্যগুলিতেও অনলাইনে মদের ডেলিভারি পেয়ে যাবেন বলে খবর।

দেশের বড় শহরগুলিতে যাতে অনলাইনের মাধ্যমে মদের ডেলিভারি প্রত্যেকে পেয়ে যান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে রিপোর্টে প্রকাশ। অনলাইন ডেলিভারি সংস্থাগুলি ইতিমধ্যেই এ বিষয়ে পাইলট প্রজেক্ট শুরু করেছে। শিগগিরই তা দেশের একাধিক বড় শহরে পুরোদমে চালু করা হতে পারে বলে খবর।