কলকাতা, ১১ ফেব্রুয়ারি: আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার অর্থাৎ বাংলা থেকে পাত্তারি গোটাতে শুরু করল শীত (Winter In West Bengal)। এবারের মতো লেপ কম্বলের ছুটি হয়ে গেল। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। তবে সপ্তাহান্তে শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। রাজ্যে বর্ষা ও শীতের নির্দিষ্ট দিনক্ষণ বা বিদায়ক্ষণ নেই। উত্তুরে হাওয়া যতক্ষণ সক্রিয় থাকে ততক্ষণ লেপের আদরে দিনযাপন করে বঙ্গবাসী। উত্তুরে হাওয়া বিদায় নিলেও বাতাসে আদ্রতার পরিমাণ বাড়ে লাফিয়ে লাফিয়ে। সহযোগী হিসেবে এসে পড়ে গরমও। এবার যদিও পৌষ মাঘে ভেলকি দেখালো শীত।
ডিসেম্বরের শেষে হাড় কাঁপানো ঠান্ডার পরে জানুয়ারিতে কখনও শীত কখনও গরমের এক পালাবদল চলল মাঝে মাঝেই। জানুয়ারির প্রথম সপ্হারে শেষে আচমকা যেন বসন্ত এসে হাজির। তবে সংক্রান্তিতে জমিয়ে পিঠেপুলি খাওয়ার সুযোগ করে দিয়েছিল উত্তুরে হাওয়া। একইভাবে গত ১০ বছরের মধ্যে শীতলতম ফেব্রুয়ারি কাটালো ২০২১। প্রথম সপ্তাহে যেন জাঁকিয়ে পড়ল শীত। তারপর সরস্বতী পুজোর আগেভাগে গরমের পূর্বাভাস শুরু হয়ে গেল। আজ থেকে তো সকাল আর রাতের সামান্য ঠান্ডার আমেজ ছাড়া শীতের তেমন দেখা দক্ষিণবঙ্গে মিলবেই না, এমনটা শোনা যাচ্ছে। বেলা যত গড়াবে তাপমাত্রার পারদ ততই চড়বে চড়চড়িয়ে। আরও পড়ুন-Jagdeep Dhankhar: রাজ্যের মানুষ ভয়ে আছে, ফের নিন্দায় সরব জগদীপ ধনখড়
উত্তরবঙ্গে আরও কয়েকটা দিন শীত বজায় থাকলেও দক্ষিণবঙ্গে শুধু সরস্বতী পুজোর আগে পর্যন্ত একটা হালকা ঠান্ডা থাকবে। লেপ কম্বলের প্রয়োজন নেই। বরং বসন্তের আগমনে গরম নিয়ে প্রস্তুতি শুরু কের দিতে পারে দক্ষিণবঙ্গবাসী।