দিল্লি, ৯ ডিসেম্বর: ডিসেম্বরের মাঝ বরাবর সময় থেকে এবার শীতের দাপট শুরু হয়েছে। চলতি সপ্তাহ থেকেই দিল্লি-সহ (Delhi) গোটা উত্তর ভারতে (North India) শৈত্য প্রবাহ শুরু হবে। ১০ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকেই দিল্লিতে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে যেতে পারে। এমনই সতর্কতা জারি করা হল আবহাওয়া দফতরের তরফে। দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশেও তাপমাত্রা হু হু করে নামবে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক জায়গায় শীতের (Cold Wave) কামড় বাড়তে শুরু করবে বলে আবহাওয়া দফতরের (Weather Update) সতর্কবার্তায় জানানো হয়েছে।
দেখুন হিমাচল প্রদেশে শুরু হয়েছে তুষারপাত...
#WATCH | Himachal Pradesh | Tourists enjoy after Manali receives the first snowfall of the winter season
Visuals from Solang pic.twitter.com/4n2gE7hXUb
— ANI (@ANI) December 9, 2024
এদিকে রবিবার রাতে শিমলায় এই মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়। রবিবার রাত থেকেইবরফের চাদরে ঢেকে যায় শিমলা। যা ক্রমাগত বাড়বে বলে ই হাওয়া অফিসের তরফে সতর্কবার্তায় জানানো হয়।