Himachal Pradesh (Photo Credit: ANI/X)

দিল্লি, ৯ ডিসেম্বর: ডিসেম্বরের মাঝ বরাবর সময় থেকে এবার শীতের দাপট শুরু হয়েছে। চলতি সপ্তাহ থেকেই দিল্লি-সহ (Delhi) গোটা উত্তর ভারতে (North India) শৈত্য প্রবাহ শুরু হবে। ১০ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকেই দিল্লিতে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে যেতে পারে। এমনই সতর্কতা জারি করা হল আবহাওয়া দফতরের তরফে। দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশেও তাপমাত্রা হু হু করে নামবে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক জায়গায় শীতের (Cold Wave) কামড় বাড়তে শুরু করবে বলে আবহাওয়া দফতরের (Weather Update) সতর্কবার্তায় জানানো হয়েছে।

দেখুন হিমাচল প্রদেশে শুরু হয়েছে তুষারপাত...

 

এদিকে রবিবার রাতে শিমলায় এই মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়। রবিবার রাত থেকেইবরফের চাদরে ঢেকে যায় শিমলা। যা ক্রমাগত বাড়বে বলে ই হাওয়া অফিসের তরফে সতর্কবার্তায় জানানো হয়।