UP inmates take holy dip with water from Mahakumbh in prison (Photo Credits: IANS)

লখনউ, ২২ ফেব্রুয়ারিঃ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) চলছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভের মেলা। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তরা নিত্য ছুটছেন ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের জন্যে। ১৪৪ বছর পর এসেছে এই শুভযোগ। তাই মহাকুম্ভ (Mahakumbh 2025) ঘিরে পুণ্যার্থীদের উন্মাদনা তুঙ্গে। জানুয়ারি ১৩ তারিখ থেকে শুরু হয়েছে কুম্ভ। যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই দিন পড়েছে শিবরাত্রি। 'অমৃত স্নান' দিয়েই শেষ হবে মহাকুম্ভের মেলা। মহাকুম্ভের পুণ্যস্নান থেকে বাদ পড়লেন না কয়দিরা। জেলে বসেই পাপ ধোয়ার সুযোগ পেলেন বন্দিরা। মহাকুম্ভের পবিত্র জলে স্নান করলেন উত্তরপ্রদেশের ৭৫টি কারাগারে বন্দি প্রায় ৯০ হাজার কয়েদি। উত্তরপ্রদেশ জেল প্রশাসনের তরফে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ।

উত্তরপ্রদেশের কারামন্ত্রী দারা সিং চৌহান জানিয়েছিলেন, রাজ্য জুড়ে ৭৫টি কারাগারে বন্দিদের মহাকুম্ভের পবিত্র জলে পুণ্যস্নানের সুযোগ করে দেওয়া হবে। যেমন ভাবা তেমন কাজ। কারামন্ত্রীর নেতৃত্বে জেলের মধ্যেই মহাকুম্ভের পবিত্র জল আনা হয়। ছোট ছোট ট্যাঙ্কে সংরক্ষণ করে আনা হয় সঙ্গমের জল। সেই জলের সঙ্গে সাধারণ জল মিশিয়ে প্রত্যেকটি জেলের প্রাঙ্গণে একটি ছোট জলাশয়ের আয়োজন করা হয়। আর তাতেই পুণ্যস্নান সারেন বন্দিরা। দারুণ উচ্ছ্বাসের সঙ্গে সঙ্গমের জলে স্নান সেরেছেন কারাবাসীরা।

জেলে বসেই ধুয়ে গেল পাপঃ

 

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি যোগী রাজ্যের প্রতিটা জেলে সকাল সাড়ে ৯টা থেকে ১০ পর্যন্ত চলেছে কুম্ভ স্নানের কর্মসূচি।