Stones thrown at train carrying passengers for Maha Kumbh 2025 (Photo Credits: X)

আজ সোমবার, ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা (Maha Kumbh 2025)। ১২ বছর পর চলতি বছরে পড়েছে মহাকুম্ভের যোগ। অন্যদিকে ১৪৪ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে মহাকুম্ভ। মঙ্গলে মকর সংক্রান্তিতে রয়েছে প্রথম শাহী স্নানের যোগ। দেশ, বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। ত্রিবেণী সঙ্গমে শাহী স্নানে যোগ দিতে ৪৫ কোটিরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। মহাকুম্ভে যাওয়ার পথে তপতী গঙ্গা এক্সপ্রেসে (Tapti Ganga Express) ঢিল ছোঁড়ার বিস্ফোরক অভিযোগ উঠল। মহারাষ্ট্রের (Maharashtra) জলগাঁও স্টেশনের কাছে যাত্রী বোঝাই চলন্ত ট্রেন লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ। ঢিল লেগে ট্রেনের কাঁচের জানলা ভেঙে গিয়েছে।

রবিবার সুরাট থেকে ছাপরাগামী তপতী গঙ্গা এক্সপ্রেসে ঢিল ছোঁড়ার ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই ট্রেনের অধিকাংশ যাত্রী প্রয়াগরাজের (Prayagraj) কুম্ভমেলার (Mahakumbh 2025) উদ্দেশ্যে যাচ্ছিলেন। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে উঠছে সেই প্রশ্ন। যাত্রাপথে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা। বাইরে থেকে ছোঁড়া ঢিলের আঘাতে ট্রেনের কাঁচের জানালা ভেঙে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা)।

মহাকুম্ভ যাওয়ার পথে বিপত্তিঃ

এই ঘটনার পর জলগাঁও রেলওয়ে পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি চলন্ত ট্রেনে পাথর ছুঁড়েছে, যার ফলে জানালা ভেঙে গিয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

ঢিলের আঘাতে ভাঙল চলন্ত ট্রেনের কাছের জানলা...

এলাহাবাদের কুম্ভমেলায় (Mahakumbh 2025) যাওয়ার ক্ষেত্রে তীর্থযাত্রীদের কাছে তপতী গঙ্গা এক্সপ্রেস একটি জনপ্রিয় ট্রেন। তাই আগামী দিনে ট্রেনযাত্রায় যাতে এমন কোন ঘটনা না ঘটে সেই বিষয়ে যাত্রীদের আশ্বস্ত করেছেন রেল পুলিশ। যাত্রীদের নিরাপদ ভ্রমণ দেওয়ার জন্যে নিরাপত্তার বিষয়টি আরও বেশি করে খেয়াল রাখা হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।