প্রতীকী ছবি(Photo Credit: Twitter)

কলকাতা, ১৯ জুলাই: ৪২ ডিগ্রি সেলসিয়াসে ঝলসে যাচ্ছে দক্ষিণবঙ্গ। বর্ষার মাস জুলাই শেষের পথে এদিকে শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। খালবিল শুকিয়ে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। ওদিকে উত্তরে অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি করেছে। এদিকে আজও কোনও আসার খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর। বরং এদিনের ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রির সমান হবে। কেননা পাল্লা দিয়ে যুক্ত হয়েছে তাপপ্রবাহ ও আদ্রতা। আরও পড়ুন-তীব্র দাবদাহের মধ্যেই বৃষ্টি এল কলকাতায়, খরতাপে পুড়ল বাকি দক্ষিণবঙ্গ

এদিকে প্রায় অনাবৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের মাটি ফুটিফাটা, মাথায় হাত পড়েছে চাষিদের। মাঠে সবজির দশা বেহাল, ভাল ফলনের কোনও সম্ভাবনা নেই। শহর গ্রাম সবজায়গাতেই বৃষ্টির হাহাকার। এদিকে তীব্র আদ্রতার ফলে ঘেমেনেয়ে নাজেহাল হবেন বাসিন্দারা। এক কথায় গরমে একেবারে হাহাকার পড়ে গিয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অথচ বৃষ্টির দেখা নেই।

শোনা যাচ্ছে ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর জেরে এরাজ্যেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা ছিটেফোট। হয়তো গোটা দক্ষিণবঙ্গেই এই ঘূর্ণাবর্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটাতে পারে, তবে তাতে ঠান্ডা তো হবেই না। বরং অস্বস্তি বাড়িয়ে গরমে বেড়ে যেতে পারে। এককথায় রেকর্ড গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ-সহ লাগোয়া আসামে অতিবৃষ্টি বন্যার চেহারা নিয়েছে। খালবিল ডুবে গিয়েছে। অসমে কাজিরাঙা জাতীয় উদ্যানে জল ঢুকেছে নিরাপদ আশ্রয় পেতে বাঘ উঠেছে গৃহস্থের বিছানায় সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বৃষ্টিতে ভাসছে সমগ্র ডুয়ার্স।