নয়া দিল্লি, ২৭ ডিসেম্বরঃ কাশ্মীরে (Kashmir) তুষারপাত আগেই শুরু হয়েছে। ভূস্বর্গে পর্যটকদের ভিড় থিকথিক করছে। এরই মাঝে রাজধানী শহর শ্রীনগরে মরসুমের প্রথম বরফ (Srinagar Snowfall) পড়ল আজ শুক্রবার। সাদা চাদরের তলায় ঢেকেছে বিস্তীর্ণ শ্রীনগর। এদিকে কলকাতা শহর থেকে প্রায় উধাও শীত। শীতহীন শহরে ক্রিসমাস (Christmas 2024) কাটিয়েছে কলকাতাবাসী। অন্যদিকে ঠাণ্ডার মরসুমের মাঝে শুক্রবার বৃষ্টিতে ভিজল রাজধানী শহর। শুক্রবার দিল্লি এবং আশেপাশের অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। যার ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। ভারতের আবহাওয়া বিভাগের তরফে, শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
এদিন ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। দিনভর দিল্লির আশেপাশের বিস্তীর্ণ এলাকা ভিজেছে। ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর বহু জায়গায় জল জমে গিয়েছে। শীতের মাঝে বৃষ্টির ভোগান্তি। তবে এখনই রেহাই নেই বৃষ্টি থেকে। ২৯ ডিসেম্বর, রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার দিল্লির বৃষ্টির জন্য 'কমলা' সতর্কতা এবং শনি এবং রবির জন্যে 'হলুদ' সতর্কতা জারি রয়েছে।
অসময়ের বৃষ্টিতে দিল্লিতে শীতের ঝাঁকুনি...
#DelhiRains | Rain lashes parts of #Delhi and NCR
Heavy water logging witnessed as rain continues to lash parts of Delhi.#DelhiNCR pic.twitter.com/iEtThdCJW7
— DD News (@DDNewslive) December 27, 2024
এদিন মুষলধারে বৃষ্টিতে ভিজেছে রাজধানী শহর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা গিয়েছে। দক্ষিণ, মধ্য ও উত্তর দিল্লির বিভিন্ন অংশে জল জমার ফলে যান চলাচলে বিঘ্নিত হচ্ছে। শীতের মরসুমে অসময়ের বৃষ্টির জেরে রাজধানী শহরে ঠাণ্ডার কামড় আরও জাঁকিয়ে পড়বে।