Mamata Banerjee: চলতি বছরের শেষেই লোকসভা নির্বাচনে যেতে পারে বিজেপি, অনুমান মমতার
Photo Credits: ANI

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: সব ঠিকঠাক থাকলে আগামী বছর এপ্রিলে হওয়ার পর কথা লোকসভা নির্বাচনের। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আশঙ্কাপ্রকাশ করে বললেন, " আমার মনে হচ্ছে বিজেপি চলতি বছরের ডিসেম্বরই লোকসভা নির্বাচন ?যাবে।" চলতি বছরের শেষে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলঙ্গনায় বিধানসভা নির্বাচন। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভাল ফল করলেই বিজেপি তড়িঘড়ি লোকসভা নির্বাচনে যেতে পারে বলে আশঙ্কা মমতার।

ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করা মমতা এদিন দাবি করেন, সব এক, লাল আবির! বিজেপি-বাম-কংগ্রেস সব মিশে গিয়েছে। আরও পড়ুন-হেঁশেলে স্বস্তি, এক ধাক্কায় অনেকটা সস্তা টমেটো, কেজি প্রতি ২০ টাকা

দেখুন টুইট

এর পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের সমাবেশ বিস্ফোরক দাবি করে মমতা বললেন, " ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে গ্রেফতার করার সব ছক তৈরি করে ফেলেছে বিজেপি! ভোটের আগে বিজেপি অভিষেককে গ্রেফতার করা হবে। এমন মেসেজ করা হয়েছে তাঁকে। এমন দাবি করে মমতা বলেন, 'ওরা হল ভিনডিকটিভ সরকার। আমাকে একজন মেসেজ করেছে, অভিষেককে ভোটের আগে গ্রেফতার করব।' তোপ দাগেন,'ওই তথ্যগুলো তোমরা কম্পিউটারে ঢুকিয়ে দিয়েছ।'