ভোটের আবহে ফুঁসছে সন্দেশখালি (Sandeshkhali)। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ইস্য়ু নিয়ে খবরের শিরোনামে উঠে আসছে এই এলাকা। শুক্রবার বেড়মজুরের হালদারপাড়া গ্রামের একাধিক মহিলা রাস্তায় নামেন। তাঁদের দাবি, তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেও কেন তাঁকে এখনও গ্রেফতার করছে না সন্দেশখালির পুলিশ। এই অভিযোগ সহ পুলিশি অত্যাচার এবং একাধিক ইস্যু নিয়ে বিক্ষোভ দেখান মহিলারা। এই বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি নেত্রী তথা চিকিৎসক অর্চনা মজুমদার।

দিনকয়েক আগে স্থানীয় থানায় দিলীপ মল্লিকের নামে অভিযোগ দায়ের করেন এক গৃহবধূ। তাঁর অভিযোগ ছিল গভীর রাতে অভিযুক্ত তৃণমূল নেতা এবং তাঁর দুজন সহকারী মহিলাকে বাড়ি থেকে ধর্ষণের জন্য তুলে নিয়ে যায়। এবং টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় হুমকি দেয় গনধর্ষণের অভিযোগ তুলে নিতে হবে এবং তিনিও বিজেপির ষড়যন্ত্রের শিকার তা প্রকাশ্যে বলতে হবে। কিন্তু ওই মহিলা চিৎকার করতে শুরু করলে দিলীপ ও তাঁর দলবদল তাঁকে মাটিতে ফেলে রেখে পালায়।

পরেরদিন এই অভিযোগ নিয়ে থানায় আসেন ওই মহিলা। তারপর থেকেই সন্দেশখালির নির্যাতিতাদের বয়ান বদল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলছে বিজেপি। অন্যদিকে, মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগে সম্প্রতি সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। শুক্রবার সেই মামলা মাম্পিকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।