Farmers in Pune have earned over Rs 2 crore by selling tomatoes (Photo Credit Pixabay)

আকাশছোঁয়া টমেটোর দাম এবার এক ধাক্কায় অনেকটা সস্তা এল। কয়েক সপ্তাহ আগে পর্যন্তও বাজারে টমেটো ছিল ধরা ছোঁয়ার বাইরে (Tomato Price Hike in India) । সাধারণ মানুষের হেঁশেল তো বটেই নামীদামী বিদেশি খাদ্য সংস্থাও তাঁদের খাদ্য তালিকার উপকরণ থেকে টমেটো বাদ দিতে বাধ্য হয়েছিল। সবজির আগুন দামের জেরে ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন অফ ইন্ডিয়া (NCCF) এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NAFED) ছাড়ের দামে প্রতি কেজি টমেটো বিক্রি শুরু করেছিল।

বাজারে প্রতি কেজি টমেটো মূল্য ২৫০ টাকা ছাড়িয়েছিল। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পর্যায়ে যাচ্ছে। সোমবার কর্ণাটকের (Karnataka) কিছু অংশে টমেটোর দাম সাংঘাতিক হারে নেমে গিয়েছে। পাইকারি বাজারে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এই সবজির। মাইসুর কৃষি উৎপাদন বিপণন কমিটি কর্মকর্তা জানাচ্ছেন, সরবরাহ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই কমেছে এর দাম। রবিবার কর্ণাটকের পাইকারি বাজারে ১৪ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে টমেটো।

বাজার সূত্রে জানা গেছে, গত মাসের তুলনায় টমেটোর সরবরাহ দুই থেকে তিন গুণ বেড়ে গিয়েছে। তার ফলে দামও তীব্রভাবে কমতে শুরু করেছে। কৃষি উৎপাদন বিপণন কমিটির সচিব জানাচ্ছেন, জুলাইতে এপিএমসিতে পাইকারি দরে টমেটোর সর্বোচ্চ দাম ছিল ১৪০ টাকা কেজি। সেখান থেনে নেমে কর্ণাটকের খুচরো বাজারে এখন ৩০ টাকা কেজিতে বিকোচ্ছে এই সবজি।