Virat Kohli. (Photo Credits: X)

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ক্যাচ লোফার রেকর্ড গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে কোহলি মোট ৩৩৬টি ক্যাচ লুফে ফেললেন। এখনও পর্যন্ত টেস্টে ১২১, ওয়ানডে-তে ১৬১টি আর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫৪টি ক্যাচ লুফেছেন বিরাট। এই বিষয়ে রাহুল দ্রাবিড়ের (৩৩৪টি)-র রেকর্ড ভাঙলেন বিরাট। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ক্যাচ নেওয়ার রেকর্ডটি রয়েছে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধন (৪৪০টি)-এর দখলে। দ্রাবিড়কে ছাপিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ক্যাচ লোফার বিষয়ে প্রথম পাঁচে ঢুকে পড়লেন কোহলি।

ওয়ানডে-তে সেকেন্ড বয়

ওয়ানডে ক্রিকেটে মোট ক্যাচ লোফার বিষয়ে রাহুল দ্রাবিড়ের পর এবার রিকি পন্টিং-কে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)-র। ওয়ানডে ক্রিকেটে ক্যাচ লোফার সংখ্যার বিচারে পন্টিংকে ছাপিয়ে গেলেন কোহলি (১৬১টি)।

সামনে শুধু জয়বর্ধনে

আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক ক্যাচ লোফার রেকর্ডটা ছিল পন্টিং (১৬০)-এর দখলে। নিজের কেরিয়ারের ৩০১তম ওয়ানডে ম্যাচে এই নজির গড়লেন কোহলি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে ওয়ানডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যক ক্যাচ লোফার নজির গড়েছিলেন কোহলি।

রেকর্ড সংখ্যক ক্যাচ কোহলির

বিশ্বস্ত হাত

মঙ্গলবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ক্যাচ নেন কোহলি। এতেই ভাঙে পন্টিংয়ের রেকর্ড। ওয়ানডে-তে সবচেয়ে বেশী সংখ্যক ক্যাচ লোফার রেকর্ডটা শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (২১৮)-এর। সেই বিশ্বরেকর্ড ভাঙতে কোহলিকে এখনও ৫৮টি ক্যাচ লুফতে হবে।