Ayesha Takia with Husband Farhan Azmi (Photo Credits: X)

আইনি ফ্যাসাদে অভিনেত্রী আয়েশা টাকিয়ার (Ayesha Takia) স্বামী ফারহান আজমি। সোমবার রাতে গোয়ার ক্যান্ডোলিম সমুদ্র সৈকতে বন্ধুর উঁচিয়ে মারামারি, হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রীর স্বামী তথা সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমির ছেলে ফারহান আজমির বিরুদ্ধে। রাত তখন ১১:১৫, ফারহানের দলের সঙ্গে সমুদ্র সৈকতে অন্য একটি দলের তুমুল অশান্তি শুরু হয়। হাতাহাতির মাঝে ফারহান তার লাইসেন্সপ্রাপ্ত বন্দুকটি বের করে প্রতিদ্বন্দ্বী দলের দিকে তাক করে ধরেন। গুলিও ছোঁড়েন। হুমকি দেন। এরপরেই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই দলকে থানায় নিয়ে যায়। অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে পুলিশ জনসমক্ষে মারামারি, শান্তি বিঘ্ন করার চেষ্টা, ক্যান্ডোলিম সমুদ্র সৈকতে হট্টগোল তৈরির অভিযোগ দায়ের করেছে।

গোয়ার সমুদ্র সৈকতে বন্দুক উঁচিয়ে হুমকি, মারামারি অভিনেত্রী আয়েশা টাকিয়ার স্বামীরঃ

পুলিশ সূত্রে খবর, তদন্তে অভিনেত্রীর স্বামী তথা বিধায়ক পুত্র কোনরকম সহযোগিতা করছেন না। তার সঙ্গে অস্ত্র থাকার বিষয়টিও অস্বীকার করেছেন ফারহান। এই ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেননি তিনি।