উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) দেড় মাস ধরে চলা মহাকুম্ভ শেষ হয়েছে। ১৪৪ বছর পর আসা কুম্ভের এই বিরল যোগে প্রায় ৬৫ কোটি ভক্ত পুণ্যস্নান সেরেছেন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছিলেন ত্রিবেণী সঙ্গমে (Triveni Sangam) ডুব দিতে। রাজ্যের যে সকল ভক্তরা কুম্ভে গিয়ে পুণ্যস্নান সারতে পারেননি তাঁদের জন্যে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হল সঙ্গমের জল। উত্তরপ্রদেশের হরদইতে যারা কুম্ভ স্নানে অংশগ্রহণ করতে পারেননি তাঁদের প্রত্যেককে পৌঁছে দেওয়া হল কুম্ভের জল। দমকল বাহিনী ত্রিবেণী সঙ্গম থেকে পবিত্র জল এনে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। এক দমকল কর্মী গজেন্দ্র সিং জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই উদ্যোগ নিয়েছেন। তাঁর নির্দেশেই মহাকুম্ভে অংশ নিতে না পারা রাজ্যবাসীদের কাছে সঙ্গমের জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সঙ্গমের জল ঘরে ঘরেঃ
Uttar Pradesh: The sacred water of the Maha Kumbh was distributed in Hardoi to those who were unable to participate in the Kumbh bath. The Fire Brigade team brought the holy water from Triveni Sangam
Fire Personnel, Gajendra Singh says, "As per the instructions of CM Yogi… pic.twitter.com/qkUOC6hXeI
— IANS (@ians_india) March 4, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)