Tamannaah Bhatia, Vijay Varma (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ মার্চ: ফের বিচ্ছেদ বলিউডে (Bollywood)। এবার তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) এবং বিজয় ভর্মার (Vijay Varma) বিচ্ছেদ হয়ে গেল বলে শোনা যাচ্ছে। বলিউডের জনপ্রিয় 'লভ বার্ড' তামান্না ভাটিয়া এবং বিজয় ভর্মা নিজেদের সম্পর্ক ভেঙেছেন বলে শোনা যাচ্ছে। আগামী বছর তামান্না ভাটিয়া এবং বিজয় ভর্মা বিয়ে করবেন বলে শোনা যাচ্ছিল। তবে তার আগেই এই লভ বার্ডের বিচ্ছেদ হয়ে গেল বলে খবর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়াকে বলতে শোনা যায়, তিনি বর্তমানে খুব ভাল আছেন। বিয়েও করলে করতেও পারেন। তবে বিয়ে করলেও তিনি অভিনয় চালিয়ে যেতে চান। অভিনয়ে যাতে ভাটা না পড়ে, সে বিষয়ে তিনি সক্রিয় বলেও জানান তামান্না।

এসবের মধ্যে কীভাবে বিজয় ভর্মার সঙ্গে তামান্না ভাটিয়ার বিচ্ছেদ হল, তা নিয়ে ধ্বন্দে অনুরাগীরা। তবে বিচ্ছেদ হলেও, তাঁরা একে অপরের ভাল বন্ধু থাকবেন। বিচ্ছেদের ক্লিশে সম্পর্ক তাঁদের স্পর্শ করবে না বলেই জানা যাচ্ছে।

যদিও বিচ্ছেদের খবর নিয়ে তামান্না ভাটিয়া বা বিজয় ভর্মার তরফে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত।