India vs Australia Semi Final. (Photo Credits: X))

দুবাই, ৪ মার্চ:  বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ তুলে ১২ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে হলে টিম ইন্ডিয়াকে করতে হবে ২৬৫ রান। দুবাইয়ে সেমিফাইনালে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে স্টিভ স্মিথরা ২৬৪ রানে অল আউট হলেন। ৫ উইকেটে ১৯৮ থেকে আলেক্স কারি ও টেলেন্ডাররা রানটা লড়ার মত জায়গায় নিয়ে গেলেন। ভারতের চার স্পিনারকে সামলে দুরন্ত ব্যাটিং করলেন স্মিথ (৭৩) ও আলেক্স কারি (৫৭ বলে ৬১ রান)। তবে মহম্মদ সামি, বরুণ চক্রবর্তীরা স্মিথদের রানটা আয়ত্তের মধ্যেই রাখলেন।

দারুণ বল করলেন সামি

সামি ৪৮ রান দিয়ে নিলেন ৩টি উইকেট। বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন। অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট নেন। স্মিথ বোল্ড করে দলকে ম্যাচে ফেরান সামি। হেডকে মোক্ষম সময়ে আউট করেন বরুণ চক্রবর্তী। আর ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা কারি রান আউট হন।

অস্ট্রেলিয়া করল ২৬৪ রান

অস্ট্রেলিয়া তিন স্পিনারে খেলছে

ঘূর্ণি সহায়ক পিচে অস্ট্রেলিয়া তিন স্পিনার খেললেও ভারতের সামনে এই রানটা তুলতে খুব বেশী বেগ পাওয়ার কথা নয়। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার-রা যেখানে রান তাড়া করে দলকে জেতাতে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করেন।