দিল্লি, ১৭ মে: বৃহস্পতিবার পাঞ্জাবের (Punjab) অমৃতসরে প্রচারে যান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। অমৃতসরে ভোটের প্রচারে গিয়ে ফের বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল বলেন, তিনি যখন জেলে ছিলেন, তখন এমন নিয়েম রয়েছে, কর্তৃপক্ষ একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যজনের বৈঠক করাতে পারে। জেলের একটি নির্দিষ্ট কক্ষে ওই বৈঠকের আয়োজন করা হয়। তিনি জেলে থাকাকালীন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর থেকে তাঁর সঙ্গে দেখা করার আর্জি নিয়ে জেলে যাওয়া হয়। সেখানে দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাতের জন্য আলাদা কোনও ঘরের ব্যবস্থা করা হয়নি। জেলের একটি জায়গায় কার্যত খোলাখুলি অবস্থায় তিনি ভগবৎমানের সঙ্গে কথা বলতেন বলে জানান কেজরিওয়াল।
আরও পড়ুন: কেজরিওয়ালের জামিনে বেজায় খুশি মমতা, কাছের কেজরিকে নিয়ে দিদি দিলেন বড় বার্তা
শুনুন কী বললেন কেজরিওয়াল...
Amritsar, Punjab: '...These small things can't humiliate Kejriwal. As long as the head of Mother India is held high, so is Kejriwal's.. ,' says Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/MrrzA4jqlA
— IANS (@ians_india) May 17, 2024
পাশাপাশি তাঁর সুগার রয়েছে। গত ২০ বছর ধরে তিনি সুগারে আক্রান্ত। ১০ বছর ধরে ইনসুলিন নিচ্ছেন। জেলে যাওয়ার পর কিছুদিনের জন্য তাঁকে ইনসুলিন নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কেজরিওয়াল। তাঁকে নির্দিষ্ট ওষুধ না দিয়ে কী মনোবাঞ্ছা ছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী।