![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/1-728545776.jpg?width=380&height=214)
নয়া দিল্লি, ৯ ফেব্রুয়ারিঃ দিল্লির বিধানসভা ভোটে (Delhi Assembly Election 2025) অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টির (Aam Aadmi Party) দুর্গ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ৭০ আসনের দিল্লি বিধানসভায় বিজেপি ৪৮টি আসনে জিতেছে, সেখানে আপ পেয়েছে মাত্র ২২টি আসন। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সৌরাভ ভরদ্বাজ, সোমনাথ ভারতী সহ আপের বেশীরভাগ শীর্ষ নেতাই নির্বাচনী যুদ্ধে পরাস্ত হয়েছেন। খুব সামান্য ব্যবধানে নির্বাচনে জিতেছেন আপের মুখ্যমন্ত্রী পদে থাকা অতীশী (Atishi), গোপাল রাইরা।
কালকাজি (Kalkaji) আসন থেকে জয়ের পর অতিশীকে দেখা গিয়েছে জয়ের আনন্দে তাঁর কর্মী, সমর্থকদের সঙ্গে বেজায় আনন্দে ব্যান্ড বাজিয়ে নাচগান করতে। দলের লজ্জাজনক হারের পর নিজের আসন থেকে জয়ী হয়ে কীভাবে দলেরই এক সদস্য এমন ভাবে আনন্দ উদযাপন করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য সভার সদস্য স্বাতী মালিওয়াল (Swati Maliwal)।
অতিশীর সমালোচনায় স্বাতীঃ
কালকাজি বিধানসভা আসনে জয়ের পর সমর্থকদের সঙ্গে অতিশীর নাচ এবং উদযাপনের একটি ভিডিয়ো শেয়ার করেছেন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। বিধানসভা নির্বাচনে আপের এমন ভয়াবহ পরাজয়ের পর অতিশীর উদযাপনকে 'নির্লজ্জ আচরণ' বলে কটাক্ষ করেছেন স্বাতী।
কালকাজি জয়ের পর অতিশীর উদযাপনঃ
ये कैसा बेशर्मी का प्रदर्शन है ? पार्टी हार गई, सब बड़े नेता हार गये और Atishi Marlena ऐसे जश्न मना रही हैं ?? pic.twitter.com/zbRvooE6FY
— Swati Maliwal (@SwatiJaiHind) February 8, 2025
দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশীর সমালোচনায় রাজ্যসভার সাংসদ লেখেন, 'এটা কেমন নির্লজ্জ আচরণ? দল হেরে গিয়েছে, দলের সমস্ত বড়বড় নেতারা হেরে গিয়েছে। আর অতিশী এইভাবে উদযাপন করছেন?'
টানটান প্রতিদ্বন্দ্বিতায় দিল্লির কালকাজি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী রমেশ বিধুরীকে হারিয়েছেন অতিশী। ৩,৫২১ ভোটের ব্যবধানে জিতেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী।