![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/12-208.jpg?width=380&height=214)
দীর্ঘ ২৭ বছর পর রাজধানী দিল্লির কুর্সিতে ফুটতে চলেছে পদ্ম (BJP)। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসছে বিজেপি। বিধানসভা নির্বাচনের ফলাফল (Delhi Assembly Election Results 2025) স্পষ্ট হতেই নিজের এক্স হ্যান্ডেল থেকে ভিডিয়ো বার্তা পাঠালেন আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বললেন, 'ভোটের ফলাফল প্রকাশিত। জনগণের রায় আমরা মাথা পেতে নিচ্ছি'।
দিল্লি জয়ের জন্যে বিজেপিকে অভিনন্দন জানিয়ে কেজরি বললেন, 'যে আশা নিয়ে জনতা বিজেপিকে জিতিয়েছে, আমি আশা করি ওরা তা পূরণ করবে'। দিল্লির শাসক দল হিসাবে নয়, বরং আগামী দিনে দিল্লিতে তাঁরা গঠনমূলক বিরোধী দল হিসাবে নিজের ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন আপ আহ্বায়ক। বিরোধীরা বারংবার রাজধানীতে আম আদমি পার্টির অপশাসন নিয়ে প্রশ্ন তুললেও কেজরি এদিনের ভিডিয়ো বার্তায় দাবি করলেন, 'গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। দিল্লির শিক্ষা, স্বাস্থ্য, জল- সব ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। রাজধানীকে পরিকাঠামোগত দিক থেকেও উন্নত করার চেষ্টা করেছি'।
দিল্লি পরাজয়ের পর কেজরির ভিডিয়ো বার্তাঃ
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 8, 2025
২০১৩ সালে প্রথম বার দিল্লির ক্ষমতায় আসে অরবিন্দ কেজরিওয়ালের আপ। শুরু থেকেই দলের সমর্থনে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ। ২০২৪ সালে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন মুখ্যমন্ত্রী। জেলে গেলেও নিজের পদ ছাড়েননি তিনি। জেল থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি। এরপর আদালতের নির্দেশে কেজরির জেলমুক্তি হয়। জেল থেকে ফিরে এসে নিজের কুর্সি ছাড়েন তিনি। মুখ্যমন্ত্রী হন আপ মন্ত্রী অতিশী। পদ ছাড়ার সময়ে কেজরি বলেছিলেন, মানুষের ভালোবাসা আর সমর্থন পেয়ে ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে আপের জয়লাভের পর আবার রাজধানীর মুখ্যমন্ত্রী হবেন তিনি। কিন্তু ভোট গণনা শুরু হতেই বদলে গেল গোটা চিত্র।