নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন মন্তব্য করায় বিপাকে পড়লেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। হলদিয়ার চৈতন্যপুরে সন্দেশখালি ও বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য করে বসেন তিনি। তাঁর এই মন্তব্যের কারণে শুক্রবার নির্বাচন কমিশনের দারস্থ হয়েছেন তৃণমূল নেতৃত্ব। জানা যাচ্ছে হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নামে নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যকে ঘিরে ক্ষোভপ্রকাশ করেছিল তৃণমূল নেতৃত্ব। তৃৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষ শালীনতার সব সীমা অতিক্রম করে গিয়েছেন। উনি একজন মহিলাকে অপমান করেছেন। কোনও ভদ্র মানুষ এই ধরণের মন্তব্য করতে পারেন না। বাংলার মানুষেই এই ধরণের মন্তব্যের যোগ্য জবাব দেবেই।
TMC writes to the Chief Electoral Officer regarding a complaint against Abhijit Gangopadhyay, a contesting candidate of the BJP for allegedly making/passing disgraceful and derogatory remarks/comments against the WB CM Mamata Banerjee, allegedly flouting the Model Code of Conduct… pic.twitter.com/yiqT6ZfXMW
— ANI (@ANI) May 17, 2024
যদিও এই নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি প্রাক্তন বিচারপতি। এমনকি বিজেপির পক্ষ থেকেও এই নিয়ে কোনও বক্তব্য রাখা হয়নি। অন্যদিকে কার্যত ক্ষোভে ফুঁসছে তৃণমূল কংগ্রেস। তাঁদের পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জনগনের সামনে নিঃস্বার্থ ক্ষমতা চাওয়ার দাবি জানানো হয়েছে।