Jio True 5G Photo Credit: PTI

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু জিও এয়ার ফাইবার পরিষেবা। শুধু প্লাগে গুঁজলেই মিলবে সুপার-স্পিড ইন্টারনেট। ব্রডব্যান্ডের দুনিয়াকে সম্পূর্ণ বদলে জেওয়ার দাবি করল এসে পড়ল জিও-র এয়ার ফাইবার। লায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির ঘোষণা মত আজ, মঙ্গলবার গণেশ চতুর্থীতে জিও এয়ার ফাইবার পরিষেবা চালু হল। দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, বেঙ্গালুরু, আমেদাবাদ এবং পুণে- দেশের এই আটটি শহরে জিও এয়ার ফাইবার পরিষেবা চালু হল। জিও এয়ার ফাইবারের খরচ হবে আনুমানিক ৬০০০ টাকা।

তারহীন ইন্টারনেট সংযোগের দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করবে জিও এয়ারফাইবার। এমন দাবি করেন মুকেশ আম্বানি। উচ্চ গতি থাকায় কোনওরকম বাফারিং ছাড়াই ভিডিয়ো কনফারেন্স করা যাবে জিও এয়ার ফাইবার পরিষেবা। গেমিং, হাই-ডেফিনিশন ভিডিয়ো দেখতে পারবেন ইউজাররা। আরও পড়ুন-চন্দ্রপৃষ্ঠে জল, অবদান রয়েছে পৃথিবীতে অবস্থিত ইলেক্ট্রনের

কোম্পানির দাবি, প্রতি সেকেন্ডে 1.5Gb ইন্টারনেট স্পিড পাওয়া যাবে জিও এয়ার ফাইবার পরিষেবা। বাড়ির পাশাপাশি অফিসেও ব্যবহার করা যাবে জিও এয়ার ফাইবার। জিও এয়ার ফাইবার সংযোগের ক্ষেত্রে, আপনাকে কোনও ধরনের তারের সংযোগ নিতে হবে না।

দেখুন জিও-র অফিসিয়াল টুইট

জিও জিয়ার ফাইবারের সঙ্গে জিও ফাইবারের মধ্যে মূল ফারাকটা হল হল জিও ফাইবার একটি ওয়ার ফাইবার অপটিক কেবিল। অন্যদিকে জিও এয়ার ফাইবার হল সম্পূর্ণ ওয়ারলেস। জিও ফাইবারের সর্বোচ্চ গতি ছিল এক জিবি প্রতি সেকেন্ড, সেখানে জিও ইয়ার ফাইবারের সর্বোচ্চ গতি দেড় জিবি প্রতি সেকেন্ড (1.5 Gbps)।