Coronavirus Peak: জুন-জুলাই নাগাদ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা চূড়ান্ত পর্যায় ছাড়াবে, আশঙ্কার কথা শোনালেন এইমস-এর ডিরেক্টর
করোনাভাইরাস (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৭ মে: জুন-জুলাইতে ভারতে করোনা সংক্রমণের পরিমাণা শীর্ষ ছুঁয়ে ফেলবে। বৃহস্পতিবার সাংবাদিকদের বললেন এইমসের ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া (AIIMS Director Dr Randeep)। দেশের খ্যাতনামা চিকিৎসকদের একজন এই রণদীপ গুলেরিয়া। চলতি সপ্তাহে দেশজুড়ে সংক্রমণ বাড়ছে হু হু করে। এই বিষয়টি লক্ষ্য রেখেই একথা বলেছেন ওই চিকিৎসক। তিনি বলেন, যে হারে আমাদের এখানে সংক্রমণের সংখ্যা বাড়ছে তাতে জুন জুলাই মাসে দেশ আক্রান্তের সংখ্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। তবে এক অনেকগুলি ভ্যারিয়েবল রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গেই আমরা জানতে পারব তার কতটা কার্যকরী। লকাডাউনে বাড়িয়ে তার ফলই বা কি হল। ডক্টর গুলিরেয়ার মন্তব্য তখনই প্রকাশ্যে এল যখন দেশে সংক্রমণের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে।

গত এক সপ্তাহে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়েছে। এপ্রিলের শেষে বলা হয়েছিল, কয়েকদিনের মধ্যে সংক্রমণ ঊর্ধ্বগতি কমতে থাকবে। যেহেতু তখন সুস্থতার সংখ্যা বাড়ছিল, একই সঙ্গে সংক্রমণের গতিও ছিল নিম্ন। তবে গত ছয় দিনে বিপজ্জনক হারে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। তিন দিনে মোট করোনা পজিটিভ ৪০ হাজার থেকে ৫০ হাজার হয়েছে। এদিকে গতমাসেই এক সাংবাদিক সম্মেলনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, দেশে সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে আসছে সেপ্টেম্বর মাসে। তিনি বলেছিলেন দেশের ৫৮ শতাংশ জনগণকে সংক্রামিত করার পর রণে ভঙ্গ দেবে করোনাভাইরাস।আরও পড়ুন-AYUSH Medicines' Clinical Trials: করোনা রুখতে এবার কাজ করবে অশ্বগন্ধা যষ্টিমধু, ভারতে আজ থেকে শুরু আয়ুর্বেদের পরীক্ষামূলক প্রয়োগ

এখনও পর্যন্ত করোনায় দেশে মৃতের সংখ্যা প্রায় ১৮০০-র কাছাকাছি। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৯৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩ হাজার ৫৬১ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ৩৫ হাজার ৯০২ জন। ১৫ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৩। মহামারী করোনায় সবথেকে ক্ষতির মুখে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১২,৩৩ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের।