বেঙ্গালুরু: প্রাক ও প্রধানমন্ত্রী মোদি পরবর্তী জমানায় ভারতের বিদেশ নীতি (Pre and Post-Modi Era Foreign Policy) কতটা বদলে গেছে তা নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (Indian EAM S Jaishankar)। আরও পড়ুন: INS Chennai: বাজিমাত মেরিন কমান্ডোদের, উদ্ধার সোমালিয়ায় হাইজ্যাক হওয়া MV Lila Norfolk-র ১৫ জন ভারতীয়-সহ সমস্ত নাবিক
শুক্রবার বেঙ্গালুরুতে একটি সাক্ষাৎকারে দুই সময়ের পার্থক্য প্রসঙ্গে তিনি বললেন, "এই বিষয়ে উত্তর হল নতুন চিন্তাধারা (New way of thinking)। যেমন আমরা ভাবি প্রতিবেশীকে সঙ্গে নিন এবং তাদের অংশীদার করুন। তাঁরা যেন উপকৃত হয় সেই বিষয়টিও খেয়াল রাখা হয়। তবে দেখে নিই তারা যেন প্রতিযোগী না হয় বা আপনাকে ঈর্ষা না করে। আমাদের প্রতিবেশীরা আজ ভারতের সঙ্গে শিক্ষা (education) এবং স্বাস্থ্যক্ষেত্রে (health) যুক্ত হয়েছে। তারা নতুন শক্তির যোগসূত্র দেখতে পাচ্ছে। আমরা আমাদের ইতিহাস পুনরুদ্ধার করছি। আপনি যদি প্রত্নতত্ত্বের (Archaeology) দিকে যান, ভিয়েতনামের মাঝখানে হাজার বছরের পুরানো শিব মন্দির রয়েছে। গলফ অঞ্চলের দিকে তাকান ৬০ এবং ৭০ এর দশক পর্যন্ত, এই কয়েকটি দেশে ভারতীয় টাকার বৈধতা ছিল। আমরা আমাদের নিজেদের সম্পর্কে ছোট দৃষ্টিভঙ্গির কারণে সম্পর্কগুলো নষ্ট করেছিলাম। আজ, আমরা আজ আমাদের ডানা মেলে দিচ্ছি। বিশ্ব আসলে আজকে আমাদের মতো একটি দেশ চায় প্রতিষ্ঠিত শক্তির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে। আমাদের উপর চাপ ছিল কোয়াড (QUAD) গোষ্ঠীভুক্ত না হওয়ার জন্য। রাশিয়ার (Russia) সাথে আমাদের অর্থনৈতিক লেনদেন সীমিত করার জন্য আমাদের উপর চাপ ছিল। আমরা উভয়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। পৃথিবীতে এমন কোনও বিতর্ক (debate) নেই যেখানে আমরা আমাদের ধারণা প্রকাশ করছি না। এটাই তখনকার সঙ্গে এখনকার পার্থক্য।" আরও পড়ুন: Bharat Ki Beti: 'স্লাম গার্ল'-এর পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করে কী বললেন 'ভারত কি বেটি' ক্যাপ্টেন জোয়া আগরওয়াল, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Bengaluru: Speaking on the difference between the pre and post-Modi era foreign policy, EAM S Jaishankar says, "Answer is the new way of thinking. For eg. take our neighbourhood and make them partners, not competitors who envy you but neighbours who benefit from you...… pic.twitter.com/quiiSibHdk
— ANI (@ANI) January 5, 2024